Thursday, August 21, 2025

একসঙ্গে সাত দেশের ভিসা বন্ধের পথে আমেরিকা (USA)। সেই তালিকায় এবার পাকিস্তানের (Pakistan) নাম, দাবি মার্কিন কংগ্রেস সূত্রে। ফলে বিপাকে পড়তে চলেছে পাকিস্তানে অপেক্ষায় থাকা ২০ হাজার পাকিস্তানি। শর্ত সাপেক্ষে নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা, পাকিস্তানকে ভ্রমণের ভিসা (Visa) দিতেও এবার দাঁড়ি টানতে চলেছে আমেরিকা।

আগামী সপ্তাহেই বড় ঘোষণা করতে চলেছে আমেরিকা, যেখানে বন্ধ হতে চলেছে ইসলাম অধ্যুষিত রাষ্ট্রগুলি থেকে ভ্রমণকারীদের আমেরিকায় ঢোকা বন্ধের নির্দেশ। এর মধ্যে অন্যতম নাম আফগানিস্তান (Afganistan) ও পাকিস্তান (Pakistan)। সম্প্রতি পাকিস্তান প্রসঙ্গে জঙ্গি নিয়ে প্রশংসা করেছিলেন ট্রাম্প (Donald Trump)। কংগ্রেসে তিনি দাবি করেন, আফগানিস্তানে বিষ্ফোরণে যুক্ত আততায়ীদের ধরতে বিশেষ সাহায্য করেছিল পাকিস্তান। কিন্তু জঙ্গি সমস্যা থেকে আমেরিকাকে বাঁচাতে ২০১৮ সালের মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকর করতে চলেছে আমেরিকা।

মার্কিন সুপ্রিম কোর্টের (Supreme Court of USA) নির্দেশে মুসলিম অধ্যুষিত সাত দেশ থেকে ভ্রমণকারীদের ভিসা দেওয়া বন্ধ ছিল। ২০২১ সালে জো বাইডেনের (Joe Biden) শাসনকালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে আফগানিস্তান ও পাকিস্তান থেকে ধর্মীয় ও তালিবানি উৎপীড়নের কারণে বহু মানুষ অস্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন জানায় আমেরিকার কাছে। আফগানিস্তানের একটা বিরাট সংখ্যায় মানুষ ইতিমধ্যেই সেই প্রক্রিয়ায় নাগরিকত্ব পেয়ে গিয়েছে। এবার তাদের সেই স্পেশাল ইমিগ্রেশন ভিসা (SpecialImmigration Visa) তুলে নেওয়ার পথে ট্রাম্প প্রশাসন।

আগামী সপ্তাহ থেকে সাত দেশে ভিসা দেওয়া বন্ধের নিয়ম লাগু করতে চলেছে ট্রাম্প প্রশাসন। তার মধ্যে অন্যতম দেশ পাকিস্তান। ২০ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে বিশ্বে খয়রাতি বন্ধে ইউএসএইড (USAID) ও অবাধ যাতায়াতে লাগাম টেনে ছিলেন। সেই থেকে পাকিস্তান থেকে প্রায় ২০ হাজার পাকিস্তানি আমেরিকায় গিয়ে অস্থায়ী নাগরিকত্ব (Special Immigration Visa) পাওয়ার অপেক্ষা করছেন। সেই স্বপ্নও যে এবার তাঁদের অধরা থাকতে চলেছে, তা উঠে এসেছে কংগ্রেসের সদস্যদের ইঙ্গিতে। সঙ্গে আর কোন কোন দেশের ভিসা দেওয়া বন্ধ করবে আমেরিকা, তা জানা যাবে আগামী সপ্তাহেই।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version