Sunday, November 9, 2025

নারী দিবসের ৫০ বছর! মহিলা ক্ষমতায়নের বার্তা মন্ত্রী শশী পাঁজার

Date:

৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে সেই মিছিলে পা মেলাবেন হাজার-হাজার মহিলা। তার আগে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগ পালন করল নারী দিবস। শুক্রবার সল্টলেকের সুবর্ণ কনফারেন্স হলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এছাড়া ছিলেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশন এবং শিশু সুরক্ষা দফতরের চেয়ারপার্সন।

প্রসঙ্গত, শনিবার তথা ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাইক ছাড়াই হবে মিছিল। নারীদিবস এবার ৫০ বছরে পড়ল। সেই উপলক্ষে এবারের থিম ‘নারীদিবস ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’। এই মিছিলের মধ্যে দিয়ে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতিকে। থাকবে বাউল-সহ একাধিক লোকসংস্কৃতির প্রতিনিধিত্ব।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এ-রাজ্যে নারীরা সবসময় এগিয়ে রয়েছেন। দল হিসেবে তৃণমূল কংগ্রেস মহিলাদের সবসময় গুরুত্ব দিয়ে এসেছে। তাঁদের প্রথম সারিতে এনেছে। তৃণমূলই একমাত্র দল, যাদের সবচেয়ে বেশি মহিলা সাংসদ রয়েছে। লোকসভায় প্রায় ৩৯ শতাংশ। এছাড়াও রাজ্য মন্ত্রিসভা, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদেও মহিলাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এ রাজ্যে একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী-সহ একাধিক প্রকল্প যা অন্য কোনও রাজ্যে নেই। তাই তাঁর অবদানকে মাথায় রেখেই এবারের থিম করা হয়েছে ‘নারী দিবস ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’। কারণ তাঁর মতো করে মহিলাদের কথা আর কখনও কেউ ভাবেননি।

আরও পড়ুন- বিশ্ববাংলা এগজিবিশন সেন্টারে শুরু ‘বেঙ্গল অটো এক্সপো’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version