ট্যাংরা, কসবা কাণ্ডের রিমেক এবার আসানসোলে, দম্পতির গলা কাটা দেহ উদ্ধার!

যদিও বিষয়টি নিয়ে এখনই নিশ্চিত নয় পুলিশ।

কলকাতার ট্যাংরা, কসবা কাণ্ডের ছায়া এবার আসানসোলে (Asansol)। কুলটির এক দম্পতির গলা কাটা দেহ (Couple Body Found) উদ্ধার হল। পুলিশের প্রাথমিক অনুমান, রূপকুমার বাউরি (৪০) এবং মালা বাউরি (৩৫) আত্মঘাতী হয়েছেন।আবার কেউ তাদের খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে কিনা, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টি স্পষ্ট হবে।

জানা গিয়েছে, ঘটনাস্থল আসানসোলের(ASANSOL) কুলটির আলডি গ্রাম।প্রতিবেশীরা এই ঘটনায় অবাক। বাকরুদ্ধ। কেন এমন হল সেই বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারেন নি।তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাজারে প্রচুর টাকা ঋণ হয়ে গিয়েছিল ওই দম্পতির। ঋণের টাকা তারা শোধ করতে পারছিলেন না। সেই কারণেই আত্মহত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।দম্পতির ঘর থেকে ধারাল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। দুজনরেই গলায় কাটা দাগ মিলেছে। মনে করা হচ্ছে, ওই অস্ত্র দিয়েই গলা কেটে আত্মহত্যা করতে গিয়েছিলেন তারা। কিন্তু ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।তাই পুলিশের অনুমান, গলা কাটার ফলে স্ত্রীর মৃত্যু হলেও কোনওভাবে বেঁচে গিয়েছিলেন ওই ব্যক্তি। পরে তিনি গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করেন। যদিও বিষয়টি নিয়ে এখনই নিশ্চিত নয় পুলিশ।

জানা গিয়েছে, রূপকুমার পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং মালা পরিচারিকার কাজ করতেন। তাদের চারটি মেয়েও আছে। একজন বিবাহিত, বাকি তিনজন অবিবাহিত। এই ঘটনায় অবাক প্রত্যেকেই। কারও কারও মতে, দম্পতির মধ্যে কোনও কারণে হয়তো অশান্তি হয়েছিল।সেই কারণেও এমন ঘটনা ঘটতে পারে। তবে প্রতিবেশীদের একাংশ জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে পাওনাদাররা বাড়িতে আসছিল।ঋণের(LOAN) টাকা শোধ দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই, এমন চরম সিদ্ধান্ত তারা নিয়ে থাকতে পারেন। পুলিশ কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না। প্রকৃত কারণ খুঁজতে তৎপর পুলিশ।