Sunday, November 9, 2025

এপিক কার্ড ইস্যু: তৃণমূলের আন্দোলনকে সমর্থন জানাতে বাধ্য হল কংগ্রেস

Date:

ভোটার কার্ডে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের লড়াইতে শামিল হতে বাধ্য হল কংগ্রেস। নিজেদের অস্তিত্বরক্ষার তাগিদেই। এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে সর্বভারতীয় প্রেক্ষাপটে মোদি সরকার বিরোধী আন্দোলনের রাশ থাকছে তৃণমূল কংগ্রেসের হাতে৷

অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, লালুপ্রসাদ যাদবের আরজেডি, শরদ পাওয়ারের এনসিপি, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির মতো প্রভাবশালী বিরোধী দলগুলি আগেই ডুপ্লিকেট এপিক ইস্যুতে তৃণমূলের অবস্থানকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে৷ তৃণমূলের তোলা এই ইস্যু এতটাই জোরদার এবং বাস্তবসম্মত যে নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিতেই এবারে তাদের পাশে দাঁড়াতে বাধ্য হচ্ছে কংগ্রেস। এই বিষয় নিয়ে লোকসভা ও রাজ্যসভা— উভয় কক্ষেই সবিস্তারে আলোচনা করতে হবে, এই দাবি জানিয়ে একাধিক তৃণমূল সাংসদ সংসদীয় সচিবালয়ে ইতিমধ্যেই নোটিশ জমা দিয়েছেন৷ সংসদীয় সূত্রের দাবি, রাজ্যসভায় তৃণমূলের তরফে জমা দেওয়া নোটিশে সমর্থন জানিয়ে সই করেছেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং৷

তাত্‍পর্যপূর্ণ হল, বিরোধী শিবিরের প্রভাবশালী অধিকাংশ দল যখন বিজেপি বিরোধী ভোটকে সুরক্ষিত রাখতে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকেই মান্যতা দিচ্ছে, তখন সর্বভারতীয় প্রেক্ষাপটে মোদি সরকার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা নেওয়া তৃণমূলের হাত শক্ত করা ছাড়া কংগ্রেসের সামনে আর অন্য কোনও রাস্তাই খোলা নেই বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত৷ এই কারণেই দলের বর্ষীয়ান সাংসদ দিগ্বিজয় সিংকে দিয়ে রাজ্যসভায় পেশ করা তৃণমূলের নোটিশে সমর্থন জানানো হয়েছে বলেই সংসদীয় সূত্রের দাবি৷

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বাজেট অধিবেশনে বিরোধী শিবিরের বড় অস্ত্র হতে যাচ্ছে ডুপ্লিকেট এপিক কার্ডের ইস্যু৷ এই বিষয় নিয়ে লোকসভা ও রাজ্যসভা— উভয় কক্ষেই সবিস্তারে আলোচনা করতে হবে, দাবি জানিয়ে এক ঝাঁক তৃণমূল সাংসদ সংসদীয় সচিবালয়ে ইতিমধ্যেই নোটিশ জমা দিয়েছেন৷ তাদের নোটিশের পরিপ্রেক্ষিতে শাসক শিবির কি অবস্থান গ্রহণ করে তা দেখার পরেই পরবর্তী পদক্ষেপ স্থির করবে তৃণমূল, রবিবার দাবি জানানো হয়েছে দলীয় সূত্রে৷

আরও পড়ুন- চ্যাম্পিয়ন হয়েই ডান্ডিয়া নাচের সেলিব্রেশনে Ro-Ko জুটি, ভাগ করে নিলেন মুহুর্ত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version