Tuesday, November 4, 2025

ছুঁয়েই দেখব না: মহাকুম্ভের জল নিয়ে বিতর্কিত মন্তব্য রাজ ঠাকরের

Date:

Share post:

মহাকুম্ভে (Mahakumbh) জলদূষণ নিয়ে কড়া বার্তা দিয়েছে গ্রিন ট্রাইবুনাল। তা নস্যাৎ করে ব্যবসা চালিয়ে যেতে একের পর এক মিথ্যার জাল বুনেছে যোগী সরকার। এবার সেই জল নিয়েই বিতর্কিত মন্তব্য করে বসলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray)। ওই জল তিনি স্পর্শই করবেন না বলে দাবি করেন। সেই সঙ্গে বিশ্বাস ও কুসংস্কারের মধ্যে পার্থক্য বুঝে বিজেপির মহাকুম্ভ প্রচারে চড়া সমালোচনা করেছেন রাজ।

দলের প্রতিষ্ঠা দলীয় কর্মীদের উদ্দেশে রাজ ঠাকরে দাবি করেন, অনেকেই তাঁকে জানিয়েছেন মহাকুম্ভ থেকে ফেরার পরে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। সেই প্রসঙ্গেই উল্লেখ করেন, কোনওভাবেই তিনি এমন কোনও জল স্পর্শ করবেন না যেখানে লক্ষ লক্ষ মানুষ স্নান করছেন। স্নানের সময় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার অঙ্গভঙ্গিমাও করেন তিনি। এই প্রসঙ্গে নিজের উদাহরণ দেন তিনি। জানান, তাঁর পরিচিত ব্যক্তি তাঁকে মহাকুম্ভের (Mahakumbh) জল খাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি জলগ্রহণ করতে প্রত্যাখ্যান করেন। জানিয়ে দেন, আমি ওই নোংরা জল স্পর্শ করব না।

একাধিক দেশের উদাহরণ টেনে রাজ ঠাকরে (Raj Thackeray) দাবি করেন, অন্যান্য দেশে নদীকে মা বলে অভিহিত করা হয় না। তা সত্ত্বেও সেখানে নদী কত পরিষ্কার ও দূষণমুক্ত। সেই উদাহরণ টেনে দেশবাসীকে কুসংস্কারমুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, অতিসম্প্রতি আমরা করোনা পরিস্থিতি পার করেছি। তারপরেও কারো কোনও ভ্রূক্ষেপ নেই। কুম্ভমেলায় দলে দলে জড়ো হচ্ছেন ডুব (dip) দিতে। বিশ্বাস আর কুসংস্কারের মধ্যে পার্থক্য বুঝুন। অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে আসুন ও চিন্তাভাবনা শুরু করুন।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...