ছুঁয়েই দেখব না: মহাকুম্ভের জল নিয়ে বিতর্কিত মন্তব্য রাজ ঠাকরের

মহাকুম্ভের (Mahakumbh) জল খাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি জলগ্রহণ করতে প্রত্যাখ্যান করেন। জানিয়ে দেন, আমি ওই নোংরা জল স্পর্শ করব না

মহাকুম্ভে (Mahakumbh) জলদূষণ নিয়ে কড়া বার্তা দিয়েছে গ্রিন ট্রাইবুনাল। তা নস্যাৎ করে ব্যবসা চালিয়ে যেতে একের পর এক মিথ্যার জাল বুনেছে যোগী সরকার। এবার সেই জল নিয়েই বিতর্কিত মন্তব্য করে বসলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray)। ওই জল তিনি স্পর্শই করবেন না বলে দাবি করেন। সেই সঙ্গে বিশ্বাস ও কুসংস্কারের মধ্যে পার্থক্য বুঝে বিজেপির মহাকুম্ভ প্রচারে চড়া সমালোচনা করেছেন রাজ।

দলের প্রতিষ্ঠা দলীয় কর্মীদের উদ্দেশে রাজ ঠাকরে দাবি করেন, অনেকেই তাঁকে জানিয়েছেন মহাকুম্ভ থেকে ফেরার পরে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। সেই প্রসঙ্গেই উল্লেখ করেন, কোনওভাবেই তিনি এমন কোনও জল স্পর্শ করবেন না যেখানে লক্ষ লক্ষ মানুষ স্নান করছেন। স্নানের সময় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার অঙ্গভঙ্গিমাও করেন তিনি। এই প্রসঙ্গে নিজের উদাহরণ দেন তিনি। জানান, তাঁর পরিচিত ব্যক্তি তাঁকে মহাকুম্ভের (Mahakumbh) জল খাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি জলগ্রহণ করতে প্রত্যাখ্যান করেন। জানিয়ে দেন, আমি ওই নোংরা জল স্পর্শ করব না।

একাধিক দেশের উদাহরণ টেনে রাজ ঠাকরে (Raj Thackeray) দাবি করেন, অন্যান্য দেশে নদীকে মা বলে অভিহিত করা হয় না। তা সত্ত্বেও সেখানে নদী কত পরিষ্কার ও দূষণমুক্ত। সেই উদাহরণ টেনে দেশবাসীকে কুসংস্কারমুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, অতিসম্প্রতি আমরা করোনা পরিস্থিতি পার করেছি। তারপরেও কারো কোনও ভ্রূক্ষেপ নেই। কুম্ভমেলায় দলে দলে জড়ো হচ্ছেন ডুব (dip) দিতে। বিশ্বাস আর কুসংস্কারের মধ্যে পার্থক্য বুঝুন। অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে আসুন ও চিন্তাভাবনা শুরু করুন।