Saturday, January 31, 2026

ছুঁয়েই দেখব না: মহাকুম্ভের জল নিয়ে বিতর্কিত মন্তব্য রাজ ঠাকরের

Date:

Share post:

মহাকুম্ভে (Mahakumbh) জলদূষণ নিয়ে কড়া বার্তা দিয়েছে গ্রিন ট্রাইবুনাল। তা নস্যাৎ করে ব্যবসা চালিয়ে যেতে একের পর এক মিথ্যার জাল বুনেছে যোগী সরকার। এবার সেই জল নিয়েই বিতর্কিত মন্তব্য করে বসলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray)। ওই জল তিনি স্পর্শই করবেন না বলে দাবি করেন। সেই সঙ্গে বিশ্বাস ও কুসংস্কারের মধ্যে পার্থক্য বুঝে বিজেপির মহাকুম্ভ প্রচারে চড়া সমালোচনা করেছেন রাজ।

দলের প্রতিষ্ঠা দলীয় কর্মীদের উদ্দেশে রাজ ঠাকরে দাবি করেন, অনেকেই তাঁকে জানিয়েছেন মহাকুম্ভ থেকে ফেরার পরে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। সেই প্রসঙ্গেই উল্লেখ করেন, কোনওভাবেই তিনি এমন কোনও জল স্পর্শ করবেন না যেখানে লক্ষ লক্ষ মানুষ স্নান করছেন। স্নানের সময় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার অঙ্গভঙ্গিমাও করেন তিনি। এই প্রসঙ্গে নিজের উদাহরণ দেন তিনি। জানান, তাঁর পরিচিত ব্যক্তি তাঁকে মহাকুম্ভের (Mahakumbh) জল খাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি জলগ্রহণ করতে প্রত্যাখ্যান করেন। জানিয়ে দেন, আমি ওই নোংরা জল স্পর্শ করব না।

একাধিক দেশের উদাহরণ টেনে রাজ ঠাকরে (Raj Thackeray) দাবি করেন, অন্যান্য দেশে নদীকে মা বলে অভিহিত করা হয় না। তা সত্ত্বেও সেখানে নদী কত পরিষ্কার ও দূষণমুক্ত। সেই উদাহরণ টেনে দেশবাসীকে কুসংস্কারমুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, অতিসম্প্রতি আমরা করোনা পরিস্থিতি পার করেছি। তারপরেও কারো কোনও ভ্রূক্ষেপ নেই। কুম্ভমেলায় দলে দলে জড়ো হচ্ছেন ডুব (dip) দিতে। বিশ্বাস আর কুসংস্কারের মধ্যে পার্থক্য বুঝুন। অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে আসুন ও চিন্তাভাবনা শুরু করুন।

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...