Friday, November 28, 2025

লিগ-শিল্ড জয় করে দলের প্রশংসায় মোলিনা, ধন্যবাদ জানালেন সবুজ-মেরুন সমর্থকদের

Date:

Share post:

লিগ-শিল্ড আগেই হয়ে গিয়েছিল। হাতে পাওয়া ছিল সময়ের অপেক্ষা। শনিবার এফসি গোয়াকে হারিয়ে লিগ-শিল্ড হাতে তোলে মোহনবাগান সুপার জায়ান্ট। আর দলের এই সাফল্যে খুশি বাগান কোচ জোসে মোলিনা। জানালেন তিনি খুশি।

ম্যাচ শেষে মোলিনা বলেন, “শিল্ড জয় আমাদের এক বিশাল সাফল্য। এটা সবার সেরা। আমি এই মরশুমের প্রতিটি দিন উপভোগ করছি। আমি আমার খেলোয়াড়দের এই সাফল্যে সাহায্য করেছি। আমি সত্যিই খুশি তাদের জন্য, ক্লাবের জন্য, মালিকের জন্য, ম্যানেজমেন্টের জন্য, কোচিং স্টাফের জন্য। অবশ্যই, আমাদের সমর্থকদের জন্যও। আমি সবার জন্যই আনন্দিত। আমি মনে করি, এটা আমাদের প্রাপ্য।“

দল সাফল্য পেয়েছে। তবে বাগানের দায়িত্ব নেওয়া যে কতটা দায়িত্বের তা জানাতে ভুললেন না মোলিনা। এই নিয়ে বাগান কোচ বললেন, “মোহনবাগানের কোচ হওয়া সবসময়ই একটা বড় দায়িত্ব। কারণ, সবাই জানেন, মোহনবাগানের কোচ হওয়ার মানে কী এবং কতটা চাপ নিতে হয়। গত মরশুমে শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর, কিছুই সহজ ছিল না। পরপর শিল্ড জেতার পর বাড়তি চাপ ছিল। আমি আমার খেলোয়াড়দেরও বলেছিলাম এই বছরটা খুব কঠিন হতে চলেছে, কারণ, তোমরা চ্যাম্পিয়ন। সবাই তোমাদের হারানোর চেষ্টা করবে। তাই তোমাদের আরও শক্তিশালী হতে হবে এবং সবাইকে প্রমাণ দিতে হবে যে তোমরা সত্যিই চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়। কারণ, জয়ী হওয়া কঠিন। কিন্তু জিতে চলা, বারবার জেতা এবং সেই ধারাবাহিকতা বজায় রাখা আরও কঠিন।“

এখানেই না থেমে মোলিনা আরও বলেন, “ আমরা এখানে এসে দারুণ খুশি, আবারও চ্যাম্পিয়ন হয়েছি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হিসেবে, আমার জন্যও এটি বিশেষ কিছু। আমি আমার খেলোয়াড়দের সাহায্য করতে পেরেছি এবং আমরা অবশ্যই এই সাফল্য আজ উদযাপন করব। তারপর আমরা আবার মাঠে ফিরে আসব এবং চ্যাম্পিয়নশিপ জেতার জন্য লড়াই করব।“

এদিকে সমর্থকদেরও প্রশংসা করেছেন মোলিনা । তিনি বলেন, “সমর্থকদের ছাড়া এখানে খেলতে নামা অনেক সময় বেশ কঠিন। আমি আগেও বলেছি, এটা একটা বড় ফ্যাক্টর। ঘরের মাঠে খেলতে নামলে মনে হয়, আমরা যেন একজন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে খেলছি। কারণ, সমর্থকেরা আমাদের অনেক সাহায্য করে। কিন্তু সত্যি বলতে, আমরা সবসময় একইরকম খেলতে চেষ্টা করি , ঘরে হোক বা বাইরে। যখন আমরা গোয়ার মুখোমুখি হই, গোয়াতে গিয়েও আমরা একই রকম কিছু করার চেষ্টা করেছি। কিন্তু গোয়ায় আমরা হেরেছিলাম। কারণ, কিছু কিছু মুহূর্তে ভুল হয়। কখনও কখনও আপনি ততটা সফল হতে পারেন না, যতটা চান। কিন্তু এই নিয়ে কোনও সন্দেহ নেই যে, এখানে আমাদের সমর্থকদের সামনে খেলা দুর্দান্ত অভিজ্ঞতা। তারা আমাদের অনেক সাহায্য করে। তাই তাদের উদ্দেশ্যে বলব, আপনাদের সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের জন্য সত্যিই অনেক গুরুত্বপূর্ণ।“

আরও পড়ুন- ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই বিশ্বরেকর্ড রোহিতের, ছুঁয়ে ফেলেন লারাকে

 

 

 

 

 

spot_img

Related articles

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...