Thursday, August 28, 2025

এনটিপিসি কর্তা খুনের মাস্টারমাইন্ড  কুখ্যাত দুষ্কৃতী আমন এনকাউন্টারে মৃত

Date:

কুখ্যাত দুষ্কৃতী আমন সাহু নিহত। ঝাড়খণ্ড পুলিশের সন্ত্রাসদমন শাখার (এটিএস) গুলিতে নিহত ।গুলিযুদ্ধে প্রাণ হারিয়েছেন আমন।পুলিশকর্মী রাকেশ কুমার গুলিবিদ্ধ হয়েছেন। তাকে মেদিনগরের মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। ছত্তিশগড়ের একটি জেলে দীর্ঘদিন বন্দি ছিলেন আমন।গত ৮ মার্চ হাজারিবাগে এনটিপিসির ডেপুটি জেনারেল ম্যানেজার কুমার গৌরবের ওপরে অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। ওই হত্যাকাণ্ডে নাম জড়ায় রায়পুর জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার আমন সাহর। রায়পুরের জেলে থেকে ট্রানজিট রিমান্ডে রাঁচিতে নিয়ে আসা হচ্ছিল আমনকে। পলামুর কাছে পুলিশের গাড়ি দুর্ঘটনায় পড়ে। পুলিশের দাবি, সেই সুযোগে আমন আগ্নেয়ান্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এমনকি এটিএস সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় এটিএস। সেই সংঘর্ষে মৃত্যু হয় দুষ্কৃতী আমনের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন, তোলাবাজি, অপহরণ-সহ শতাধিক মামলা রয়েছে এই কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে। ঝাড়খণ্ড, ছত্তিশগড় এমনকি এ রাজ্যেও বহু মামলা রয়েছে। এক ব্যবসায়ীর কাছে থেকে জোর করে ৫০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে বালিগঞ্জ থানাতেও আমনের বিরুদ্ধে মামলা রয়েছে। দিন কয়েক আগে ঝাড়খণ্ডের হাজারিবাগে এনটিপিসির এক আধিকারিক খুন হন। কী ভাবে ওই আধিকারিক খুন হলেন, কারা এই খুনে জড়িত, তা নিয়ে ঝাড়খণ্ডে পুলিশের কাছে স্পষ্ট কোনও তথ্য ছিল না।

এনটিপিসির আধিকারিক খুনে ঝাড়খণ্ড পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রাজ্য পুলিশের ডিজি অনুরাগ গুপ্ত সেই সময় দাবি করেন, এই খুনের ছক কষা হয়েছিল জেলের ভিতর থেকেই। তিন দুষ্কৃতী গ্যাং বিকাশ তিওয়ারি, আমন শ্রীবাস্তব এবং আমন সাহুর দিকেই অভিযোগের আঙুল ওঠে। সোমবারই ঝাড়খণ্ডের ডিজি জানান, এই হত্যা মামলায় জেরা করার জন্য রায়পুর পৌঁছেছে এটিএস। সেখানে জেলে বন্দি ছিলেন আমন সাহু। মঙ্গলবারই জানা যায়, এটিএস জওয়ানের হাত থেকে ইনসাস রাইফেল ছিনিয়ে পালনোর চেষ্টা করেছিলেন আমন। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালান। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে তার।

জানা গিয়েছে ১৭ বছর বয়স থেকেই অপরাধের দুনিয়ায় প্রবেশ আমনের। ঝাড়খণ্ডেই তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। মাওবাদীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। ২০১৩ সালে নিজের একটি দল তৈরি করেন। সেই দল কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তুলত। আড়াই বছর আগে ছত্তিশগড়ের কোরবায় গুলি করে কয়েক জনকে খুন করে। ১৭ থেকে ৩০ বছরের মধ্যে অপরাধের দুনিয়ায় দ্রুত হাত পাকায় আমন। লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগ ছিল বলেও দাবি পুলিশের।

 

 

 

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version