Saturday, August 23, 2025

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবার লন্ডন সফরে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) আমন্ত্রণে চলতি মাসের ২১ তারিখ রওনা দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দুবাই হয়ে লন্ডনে যাবেন তিনি। বুধবার কেন্দ্র সরকারের তরফে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এই সফরের অনুমতি দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। অক্সফোর্ডের পড়ুয়া এবং গবেষকদের সামনে ভাষণ দেবেন মমতা, পাশাপাশি একটি শিল্পবৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের উন্নয়ন-সংস্কৃতি-পর্যটন-ইতিহাস থেকে শুরু কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পের কথা অক্সফোর্ডে তুলে ধরতে পারেন মমতা। এর পাশাপাশি বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ এবং ব্যবসার উল্লেখযোগ্য সম্ভাবনা নিয়ে লন্ডনের শিল্পবৈঠকে আলোচনা করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। মূলত শিল্পপতি এবং বাণিজ্য প্রতিনিধিদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিষয়ে আগ্রহী করে তোলাই তাঁর লক্ষ্য। ২০২০ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষ জানায় আপাতত স্থগিত থাকছে ওই অনুষ্ঠান। ২০২১-এ মমতাকে রোম সফরের অনুমতি দেয়নি কেন্দ্রের মোদি সরকার। সেই বছর নেপাল সফরেও বাধা দেওয়া হয়। ২০২৩-এ দুবাই ও স্পেন সফরে সবুজ সংকেত দেয় বিদেশমন্ত্রক। লগ্নি টানতে স্পেন ও দুবাইতে যান মুখ্যমন্ত্রী। এবার লন্ডন সফরে যাচ্ছেন। আগামী ২৯ মার্চ কলকাতার ফিরবেন মমতা।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version