Wednesday, August 27, 2025

বিধানসভার চেয়ার ভাঙিনি, প্রমাণ করলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব: বিজেপির শঙ্করকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

Date:

“আমি বিধানসভার চেয়ার ভাঙিনি, প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব” – বিধানসভায় (Assembly) বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বুধবার বিধানসভার অভিবেশনে বাম আমলে চেয়ার ভাঙার প্রসঙ্গ তুলে বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) বলেন, “আপনি বলেন, সত্যের জন্য কোনও কিছু ত্যাগ করা যায় না। তাহলে আমি নিশ্চিয়‌ই আশা করব আপনি স্বীকার করবেন এই বিধানসভার সদস্য না হয়েও আপনি বিধানসভা ভাঙার কাজে যুক্ত ছিলেন।” এর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন ক্ষুব্ধ মমতা। বলেন, “প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব।”

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গেলে তুমুল হট্টোগোল শুরু করেন শঙ্কর ঘোষ-সহ বিজেপি বিধায়করা। সেই সময় মমতা মনে করিয়ে দেন, “আমাদের দলেরও ৪২ জন এমপি লোকসভা, রাজ্যসভায় আছেন। তাঁরাও বিএ কমিটির বৈঠকে উপস্থিত থাকেন। আমি তাঁদের বারবার বলি তোমরা সব আলোচনায় অংশ নেবে। হাউস চালাতে সাহায্য কোরো।” এইর পরেই বিজেপি বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, “যখন আমরা কোনও চেয়ারে বসি, তখন আমরা সেটার প্রতি যত্নশীল থাকি।” এই কথার পরেও গোলমাল না থামায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা আগে বলে নিন। কিন্তু আমি বলার সময় আশা করব আপনারা বেরিয়ে যাবেন না।” ধর্মের নামে বিভাজনের রাজনীতি করা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন মদন মিত্র, ফিরহাদ হাকিম-সহ তৃণমূল নেতৃত্ব। সেই প্রসঙ্গে টেনে শঙ্কর বলেন, “আপনি চেয়ারের মর্যাদা রাখলে আমরাও আপনার চেয়ারের মর্যাদা রাখব, যদি আপনি সেটা না রাখেন তাহলে আমরাও রাখতে পারব না।”
আরও খবরধর্মের নামে জালিয়াতি করবেন না! নাম না করে ‘দলবদলু’ শুভেন্দুকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

পাল্টা মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “ফিরহাদ হাকিমকে আমি নিজে বলেছি এই ধরনের কথা বলা যাবে না। মদন মিত্র বা হুমায়ূন কবীর যে কথা বলেছেন প্রতিটা ক্ষেত্রে আমরা পদক্ষেপ করেছি। এটা দলের অভ্যন্তরীণ বিষয়, এখানে বলা যায় না, তাও বললাম। আমাদের দল অনেক ডিসিপ্লিনড। আজ আপনারা এখানে যা বললেন তার ৯০ শতাংশ হলো ডাহা মিথ্যা।”

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version