Thursday, August 28, 2025

ধর্মের নামে জালিয়াতি করবেন না! নাম না করে ‘দলবদলু’ শুভেন্দুকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

Date:

বিভাজনের রাজনীতি নিয়ে বিধানসভায় (Assembly) বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। একের পরে এক তিরে বিদ্ধ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari)। বুধবার, কালো পোশাক পরে বিধানসভায় আসেন বিজেপি বিধায়করা। সেই বিষয়কে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে ময়ূর হতে চায় তাহলে কিছু বলার নেই। আপনি চাইলে অন্ধকার নিয়ে বাঁচুন। আপনি চাইলে কুৎসা নিয়ে বাঁচুন। কিন্তু দেশকে নষ্ট করবেন না।” এর পরই মমতার স্পষ্ট হুঁশিয়ারি, “ধর্মের নামে কোনও জালিয়াতি করবেন না।”

এদিন শুরুতেই ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়ার বিতর্ক মন্তব্য নিয়ে উত্তাল হয় বিধানসভা অধিবেশন। তৃণমূল বিধায়করা নিন্দা প্রস্তাব আনতেই তার প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। ফের এদিন কাগজ ছিঁড়ে প্রতিবাদে করেন তাঁরা।  এইর মধ্যেই বক্তৃতা দিতে উঠে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর নাম না নিয়ে বলেন, “ইটস বেটার টু ইগনোর হিম। একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় সম্পর্কে যে কথা বলা হয়েছে সেটা কোনও মতেই কাম্য নয়।‌ সেটাকে ধিক্কার জানাই।“ মমতার কথায়, “আমি যদি বাইরে কিছু বলি তখন তো আপনারা সেটা নিয়ে আলোচনা করেন। বাইরে যদি আপনাদের অফিসিয়াল লিডার কিছু বলেন তাহলে কেন সেটা নিয়ে আলোচনা হবে না?“

তার পরেই দলবদলু শুভেন্দুকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ”যিনি এই কথা বলেছেন তাকে একদিন পস্তাতে হবে। তিনি তিনবার দল বদলেছেন। আগে কংগ্রেস করতেন, তারপর কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে এসেছিলেন। দলটাকে ঘেঁটে দেওয়ার জন্য। তারপর এখন বিজেপিতে গিয়েছেন।‌আগামী দিনে দেখবেন আবার কোনও দলে যাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে।” মোক্ষম খোঁচা মমতা বলেন, ”তুমি এখন শুধু জামাটা বলেছ। এই জামাটা আবার যেন না লাল জামায় পরিণত হয়।”

বিজেপি ধর্মের নামে বিভাজনের তীব্র নিন্দা কেন মুখ্যমন্ত্রী। বলেন, ”আপনাদের এই ধর্ম মানে শুধু মানুষ কে খুন করা, মানুষ কে কেটে ফেলা, টুকরো টুকরো করা। আপনারা সেই ধর্ম করছেন।” এর পরেই মমতার মন্তব্য, আপনাদের কাছ থেকে কি আমাকে সার্টিফিকেট নিতে হবে যে আমি কতটা হিন্দু। জালিয়াতি করবেন না। যাঁরা মানুষের কথা বলেন না, তাঁদের জন্য আমার ধিক্কার ছাড়া কিছুই নেই।
আরও খবর: এবার দোল ও হোলি উপলক্ষ্যে বসন্তোৎসব করছে রাজ্য সরকার, ধনধান্যে থাকবেন মুখ্যমন্ত্রী

গেরুয়া শিবিরকে উদ্দেশ্যে করে মমতা বলেন, ”আপনারা মুসলিমদের কেন টিকিট দেন না। আমি তো হিন্দুদের ৭৯ শতাংশ টিকিট দিই, তখন তো আপনারা কিছু বলেন না।” সব ধর্মকে রক্ষা করা এই চেয়ারের কর্তব্য। সেটা আমি করবই- স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী।

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version