Saturday, November 22, 2025

ঋষভ পন্থের বোনের বিয়েতে হাজির ধোনি সহ একাধিক তারকা

Date:

Share post:

জাতীয় দলের প্রাক্তন সতীর্থ ঋষভ পন্থের (Rishabh Pant) বোনের বিয়েতে যোগ দিতে দেরাদুনে হাজির ছিলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তার সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni)। ঋষভের বোনের নামও সাক্ষী। তার বিয়ে হয়েছে ব্যবসায়ী অঙ্কিত চৌধুরীর সঙ্গে। উত্তরাখণ্ডের বিখ্যাত শৈলশহর মুসৌরিতে এই বিয়ের আসর বসেছিল।বোনের বিয়েতে অবশ্য ভালোই আনন্দ উপভোগ করছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার। সেখানে জমিয়ে নাচতে দেখা গিয়েছে তাকে।  এই বিয়ের আসরে যোগ দিতে ধোনি ও তার স্ত্রীকে দেরাদুন বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায়। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক ধোনি আইপিএল ২০২৫-এর প্রস্তুতি শিবিরের জন্য চেন্নাইয়ে ছিলেন। তিনি মঙ্গলবার সকালে চেন্নাই থেকে সকালের উড়ানে দিল্লি যান। দিল্লি থেকে দেরাদুনে ঋষভের বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। মুসৌরিতে এক অজ্ঞাত স্থানে এই বিয়ের আসর বসেছিল।

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ফাইনাল ছিল। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ঋষভ অবশ্য এই টুর্নামেন্টে কোনও ম্যাচেই খেলার সুযোগ পাননি। তবে তিনি দলের সবার সঙ্গে ছিলেন। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ শেষ হওয়ার পর দুবাই থেকে দেশে ফিরে সরাসরি দেরাদুনে বোনের বিয়ের আসরে যোগ দেন ঋষভ। এই উইকেটকিপার-ব্যাটার তার কয়েকজন সতীর্থকে এবং ধোনিকে বোনের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলিও ঋষভ পন্থের বোনের বিয়েতে ছিলেন।

সাক্ষী ও অঙ্কিত একে অপরের সঙ্গে বহু বছর ধরে প্রেম করার পর ২০২৪ সালের জানুয়ারিতে বাগদান সেরেছেন। ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী ঋষভের বোনের বাগদান অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন। ঋষভ ও ধোনি একসঙ্গে দেশের হয়ে খেলার সময় থেকেই একে অপরের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। যা ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও অটুট রয়েছে। এই কারণেই বোনের বাগদান ও বিয়েতে ধোনিকে আমন্ত্রণ জানিয়েছেন ঋষভ।

 

 

 

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...