Thursday, November 6, 2025

কেন্দ্রে টোটাল আনস্টেবল সরকার: জিএসটি-মণিপুর নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

Date:

কেন্দ্রে টোটাল আনস্টেবল সরকার চলছে। দুটো দলকে নিয়ে দেখাচ্ছে স্টেবল সরকার চালাচ্ছে। আদতে তা নয়। বুধবার বিধানসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে চড়া সুরে আক্রমণ শাণালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মণিপুর নিয়েও দিলেন তীব্র খোঁচা। সাফ জানিয়ে দিলেন, ধিক্কার ওই সরকারকে। আমাদের দরকার নেই এমন সরকারের। একইসঙ্গে জিএসটি নিয়েও কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্র ও বিজেপিকে (BJP) একযোগে নিশানা করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, একটা মণিপুর চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে, আবার তারা নাকি চালাবে বাংলা? মনে রখবেন, বাংলা একদিন ভারতের রাজধানী ছিল। এই বাংলাকে তাচ্ছিল্য করবেন না। আপনারা দেশকে টুকরো করার চেষ্টা করছেন, তা একদম করবেন না। এটা আমরা মানব না।
আরও খবরMSME-র পরে বৃহৎ শিল্পে লগ্নিতেও দেশের মধ্যে প্রথম তিনে বাংলা: পোস্ট উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রীর

কেন্দ্রকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, হিরেতে GST নেই, কিন্তু জিরেতে জিএসটি আছে। এটা তো কেন্দ্রের সরকার করে রেখেছে। আমরা অনেক বার বলেছি। তারপর এখন একটা কাউন্সিল করেছে, চন্দ্রিমা আছে ওই কমিটিতে। এরপরই তাঁর তোপ, জিএসটি করে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। আমাদের প্রাপ্য দিচ্ছে না। কোনও কথা শুনছে না। আমরা আমাদের টাকায় সব করছি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব কাজ আমরা নিজেদের কোষাগার থেকে করছি। আর কেন্দ্র জিএসটি করে সব টাকা নিয়ে চলে যাচ্ছে। আসলে কেন্দ্রই আর্থিক সংকটে রয়েছে। তাঁর কথায়, বিজেপি শুধু ভুল এজেন্সি দিয়ে কাজ করে।

Related articles

নয়া ইতিহাস তৈরির পথে ভারত, ২০৩০-এ মঙ্গলযান-২ মিশন ISRO-র

মঙ্গলযান উৎক্ষেপণের মাধ্যমে ভারত ইতিহাস তৈরির বারো বছর। ফের নর নয়া ইতিহার রচনা করার পথে ভারতীয় মহাকাশ গবেশণা...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৬ নভেম্বর (বৃহস্পতিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৫০ ₹ ১২০৫০০ ₹ খুচরো পাকা সোনা ১২১১০...

‘ভোট জিহাদ’! মামদানির জয়কে কটাক্ষ করে বিপাকে বিজেপি নেতা

দেশে নয়, বিদেশেও ভারতীয়দের ধর্মের ভিত্তিতে বিভাজনের সংস্কৃতি গেরুয়া শিবিরের। সেই কারণে নিউ ইয়র্কের (New York) মেয়র নির্বাচনে...

নিউটাউনে ব্যবসায়ী খুনে আজ উত্তরবঙ্গে তদন্তকারীরা, BDO-কে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

বিধাননগর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার খুনের (gold trader killed case in newtown) ঘটনায় নাম জড়িয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি...
Exit mobile version