Wednesday, November 5, 2025

আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’! ক্রিপ্টোকারেন্সি অপরাধী সিবিআই-কেরালা পুলিশের জালে

Date:

আমেরিকায় তার নামের পাশে লেখা ছিল ‘ওয়ান্টেড’। র্যা নসমওয়্যার-সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের জন্য অর্থ পাচার করতে ‘গ্যারান্টেক্স’ নামে এক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ তৈরি করেছিলেন তিনি। বুধবার, সিবিআই এবং কেরালা পুলিশের একটি যৌথ দল গ্রেফতার করল লিথুয়ানিয়ান নাগরিক আলেকসেজ বেসিয়োকোভ-কে।পুলিশ জানিয়েছে, ভারত থেকে পালানোর ছক কষেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ভেস্তে যায়। ভারত ছেড়ে পালানোর চেষ্টা করতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

মার্কিন সিক্রেট সার্ভিসের নথি অনুসারে, ২০১৯ সাল থেকে গ্যারান্টেক্স-কে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে বেসিয়োকোভ। সে-ই গ্যারান্টেক্সের প্রযুক্তিগত প্রশাসক ছিল। সন্ত্রাসবাদী সংগঠন-সহ বিভিন্ন আন্তর্জাতিক অপরাধী সংগঠনগুলি গ্যারান্টেক্স-এর মাধ্যমে কমপক্ষে ৯৬০০ কোটি মার্কিন ডলারের লেনদেন করেছে। তার এই উদ্যোগ ক্রিপ্টোকারেন্সি লেনদেনকে সহজতর করেছে ।সিক্রেট সার্ভিসের অভিযোগপত্র বলছে বেসিয়োকোভের বিরুদ্ধে অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মার্কিন আইনে এর সর্বোচ্চ সাজা ২০ বছরের কারাদণ্ড। আন্তর্জাতিক অর্থনৈতিক জরুরি অবস্থা আইন লঙ্ঘনের ষড়যন্ত্রের অভিযোগও করা হয়েছে। এর সর্বোচ্চ সাজাও ২০ বছরের কারাদণ্ড। এ ছাড়া লাইসেন্সবিহীন অর্থ প্রেরণ ব্যবসা চালানোর ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে। এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা পাঁচ বছরের কারাদণ্ড।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, আমেরিকার অনুরোধে, ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনের অধীনে ২০২৫ সালের ১০ মার্চ দিল্লির এসিজেএম পাতিয়ালা হাউস কোর্ট থেকে বেসিয়োকোভের বিরুদ্ধে একটি অস্থায়ী গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বিদেশ মন্ত্রক। এর পরই বেসিয়োকোভকে গ্রেফতারের জন্য সিবিআই এবং কেরালা পুলিশ যৌথ দল তৈরি করে।তিনি আরও জানিয়েছেন, মার্কিন প্রদেশ ভার্জিনিয়ার পূর্ব জেলা আদালত বেসিয়োবকোভের বিরুদ্ধে ‘ওয়ান্টেড’ নোটিশ জারি করা হয়েছিল।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version