পার্কিং নিয়ে বচসা, মোহালিতে প্রতিবেশীর সঙ্গে হাতাহাতিতে মৃত্যু বিজ্ঞানীর!

বাড়ির সামনে গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা। দু পক্ষের হাতাহাতিতে মৃত্যু হলো বিজ্ঞানী অভিষেক স্বর্ণকারের (Abhishek Swarnakar)। মঙ্গলবার রাতে পাঞ্জাবের মোহালির (Mohali, Punjab) এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত বিজ্ঞানীর নাম অভিষেক স্বর্ণকার। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন (IISER)-এর প্রজেক্ট সায়েন্টিস্ট ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা অভিষেক বাবা-মাকে সঙ্গে নিয়ে মোহালির সেক্টর ২৯-এ বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। এর আগে তিনি বিদেশে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে তিনি কাজ থেকে ফেরার পর দেখেন তার বাড়ির সামনে প্রতিবেশী যুবক মন্টির গাড়ি পার্ক করা আছে। অভিষেক বাইক সরাতে বলেন। মন্টি তা না করায় বিজ্ঞানী নিজেই সেই বাইক সরাতে গেলে বছর শুরু হয়। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। পড়শির আক্রমণে রাস্তাতে পড়ে যান বিজ্ঞানী। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। অভিষেকের পরিবারের অভিযোগে খুনের মামলার রুজু করে তদন্তে পুলিশ।