Thursday, August 21, 2025

শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন একটি মামলা প্রকাশ্যে এসেছে। সম্প্রতি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে আবেদন জানিয়েছে, সন্দেশখালিতে বাজেয়াপ্ত করা তিনটি এসইউভি গাড়ি নিলাম করার জন্য। এই গাড়িগুলির মূল্য প্রায় এক কোটি টাকা এবং এগুলির উপর তদন্ত চালানোর পর ইডি এগুলিকে বাজেয়াপ্ত করেছে। গাড়িগুলি বর্তমানে সিজিও কমপ্লেক্সে রাখা রয়েছে এবং এগুলির নিলাম প্রক্রিয়া শুরু হতে চলেছে।

জানা গিয়েছে, এই গাড়িগুলির মধ্যে একটি গাড়ি শেখ শাহজাহানের নামে আছে।একটি গাড়ি শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের নামে এবং তৃতীয় গাড়িটি পাঞ্জাবের একটি সংস্থার নামে নথিবদ্ধ করা আছে। এই গাড়িটি ২০২২ সালের জানুয়ারিতে কেনা হয়েছিল, এবং তার দাম ছিল ২০ থেকে ২৩ লক্ষ টাকা। অন্যদিকে, শেখ আলমগীরের মালিকানাধীন গাড়িটি ২০২৩ সালের ডিসেম্বরে কেনা হয়েছিল, যার দাম ছিল ২৪ থেকে ২৭ লক্ষ টাকা।শুধু গাড়ি নয়, সন্দেশখালির শেখ শাহজাহানের বিপুল সম্পত্তি নিয়েও তদন্ত চলছে। তদন্তকারীরা সন্দেশখালির সরবেড়িয়া নতুন বাজারের একটি গোডাউনে গাড়িগুলি বাজেয়াপ্ত করার পর, তাদের আরও সম্পত্তির খোঁজ পেয়েছেন। এসব সম্পত্তি নিয়ে ইডি আরও তদন্ত চালাচ্ছে।

এরই পাশাপাশি, ২০২৫ সালের জানুয়ারি মাসে নতুন একটি ধর্ষণের অভিযোগও সামনে এসেছে। এটি সন্দেশখালির ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে, সন্দেশখালির মানুষ ফের রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে পারে বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version