Thursday, August 28, 2025

রাজ্যজুড়ে ভূতুড়ে ভোটার তাড়াতে আজ মেগা বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলনেত্রী আগেই এই কাজের জন্য বিশেষ একটি কমিটি গড়ে দিয়েছিলেন। ৬ মার্চ সেই কমিটির বৈঠকে থাকতে পারেননি অভিষেক। আজ (শনিবার ) ভার্চুয়াল মিটিং করবেন তিনি। গোটা রাজ্যজুড়ে প্রায় সাড়ে চার হাজার তৃণমূল স্তরের নেতারা দলের সাধারণ সম্পাদকের এই মিটিংয়ে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

শনিবার বিকাল ৪টেয় বৈঠক শুরুর আগেই সব নেতৃত্বের কাছে বৈঠকে যোগ দেওয়ার লিঙ্ক চলে যাবে। রাজ্য কমিটি, সাংসদ, বিধায়ক, পুরপিতাদের আমন্ত্রণ তো আগেই নিশ্চিত ছিল। তার সঙ্গে প্রতিটি জেলার জেলা সভাপতি থেকে সভাধিপতি, চেয়ারম্যান থেকে শহর সভাপতি, পুরসভার ভাইস চেয়ারম্যানরাও এবার বৈঠকে যোগ দেবেন। থাকবেন ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, সংখ্যালঘু, মহিলা শাখার নেতৃত্বরাও। নিজেদের এলাকায় ভোটার তালিকা মূল্যায়নের কাজে যে কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকেন তাঁদের গুরুত্ব দিয়েই কাজ করার বার্তা দেবেন সাধারণ সম্পাদক অভিষেক। গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সভায় ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার নিয়ে তথ্য প্রমাণ দিয়ে বিস্ফোরক অভিযোগ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্ট পরিষ্কার করতে কমিটি গড়ে দেন তিনি। সুব্রত বক্সির নেতৃত্বে রাজ্য কমিটিতে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাংশু ভট্টাচার্য, জগদীশ বসুনিয়া, বাপি হালদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুমন কাঞ্জিলাল-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।

 

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version