Friday, November 14, 2025

৫০ থেকে ১০০ ব্যবধানে হার! বুথের নাম ধরে সতর্ক করে দিলেন অভিষেক

Date:

Share post:

ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) কারচুপি ধরা পড়েছে বাংলার শাসক দল তৃণমূলের হাতেই। গোটা রাজ্যে ভোটার তালিকা সংশোধনের মধ্যে দিয়েই যে ২০২৬ নির্বাচনের দামামা বেজে যাবে, তা নেতাজি ইন্ডোরের সভা থেকে বুঝিয়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার সেই কমিটির ভার্চুয়াল বর্ধিত বৈঠক করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানেই তিনি বুঝিয়ে দিলেন ভোটার তালিকা নিয়ে প্রস্তুতি একেবারে বুথ স্তর থেকে ২০২৬-এর বিধানসভা ভোটের (Assembly Election) প্রস্তুতি। একেবারে নাম করে করে বিধানসভা কেন্দ্রের বুথের ব্যবধান নিয়ে দলীয় কর্মীদের সতর্ক করলেন তিনি। সেই সঙ্গে যেসব বুথে পঞ্চাশের কম ব্যবধানে জয়, সেখানকার কর্মীদের চরম সতর্কবার্তা দিলেন।

বেশ কিছু জেলায় বেশিরভাগ বুথেই অত্যন্ত ইতিবাচক ফলাফল, তৃণমূলের ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে মাত্র ৫০ বা ১০০ ভোটের জন্য হাতছাড়া হয়েছে বা হতে পারতো যে সব বুথ (booth), সেখানকার কর্মীদের সরিয়ে দেওয়ার বিষয়েও সতর্ক করেন তিনি। গঙ্গা তীরের হাওড়া, হুগলির (Hooghly) মতো জেলায় একাধিক বিধানসভা কেন্দ্রকে সতর্ক করা হয় এদিনের বৈঠকে। হুগলিতে আরামবাগ সংগঠনিক জেলার একাধিক বিধানসভা সেই তালিকায় রয়েছে। আবার হাওড়ার (Howrah) উলুবেড়িয়ার বুধগুলিতেও ব্যবধান ৫০ এর কম। নাম উল্লেখ করে নেতৃত্বকে সতর্ক করেন অভিষেক।

কম ব্যবধানে জয়ের কারণে উত্তর ২৪ পরগনার বেশ কিছু বুথ ও নদীয়ার কৃষ্ণনগর সাংগঠনিক জেলাকেও সতর্ক করা হয়। তবে শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলি নয়, উত্তর বঙ্গের একাধিক জেলা নেতৃত্বকেও সতর্ক করা হয়। যার মধ্যে আলিপুরদুয়ারের প্রায় ৭০০ বুথে (booth) পঞ্চাশের কম ব্যবধানে জয়ের ফলাফলে কড়া বার্তা দেন অভিষেক। আবার বালুরঘাট, ডাবগ্রাম-ফুলবাড়ির ফলাফল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

ভার্চুয়াল বৈঠকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মালদহ ও পূর্ব মেদিনীপুর জেলা। মালদহে (Maldah) ভোট কাটাকাটির খেলা বুঝতে না পারায় নেতৃত্বকে ভর্ৎসনা করেন অভিষেক। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে (East Medinipur) সমন্বয়ের অভাবকে দুষেছেন তিনি। এমনকি আলাদাভাবে কাঁথি (Contai) কেন্দ্রের নাম উল্লেখ করে তিনি জানান এই আসনটি তৃণমূলের জেতা সম্ভব ছিল আর একটু জোর দিলেই।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...