উইমেন্স প্রিমিয়ার লিগ মুম্বই ইন্ডিয়ান্স। এদিন ফাইনালে হরমনপ্রীত কৌররা ৮ রানে হারালেন দিল্লি ক্যাপিটালসকে। ম্যাচে এদিন ব্যাট হাতে দাপট দেখান মুম্বই অধিনায়ক। ৬৬ রান করেন তিনি। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৪৯ রান করে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে মুম্বই। মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে দাপট দেখান হরমনপ্রীত। ৬৬ রান করেন তিনি। ৩০ রান করেন ব্রান্ট। যস্তিকা ভাটিয়া করেন ৮ রান। দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন মারিজান্নে কাপ, নাল্লাপুরেড্ডি চারানি এবং জোনাসসেন। এক উইকেট অ্যানাবেল সাদারল্যান্ডের।

জবাবে ব্যাট করতে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। দিল্লির হয়ে লড়াই চালান কাপ। ৪০ রান করেন তিনি। ১৩ রানে ফেরেন মেগ। ৪ রানে আউট হন শেফালি ভার্মা। ৩০ রান করেন জেমাইমা রড্রিগেজ। মুম্বইয়ের হয়ে তিন উইকেট ব্রাটের। ২ উইকেট আমেইলা কেরের। একটি করে উইকেট ইসমাইল, ম্যাথিউস এবং সাইকা ইশাকের।

আরও পড়ুন- ‘নিলামের আগে চিন্তায় ছিলাম’, নতুন দলে যোগ দিয়ে বললেন রাহুল
–

–

–

–

–

–

–

–