Thursday, August 21, 2025

আর ছুটতে হবে না কোটা, দিল্লি। জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ প্রবেশিকায় সন্তানদের বাইরের রাজ্যে পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়ার দিনও শেষ। কারণ কলকাতায় এবার আইআইটি-জি (IIT-JEE), নিট (NEET) পরীক্ষার জন্য প্রশিক্ষণ দিতে যৌথ উদ্যোগে পথ চলা শুরু করল রাইস বানসাল (RICE Bansal)। একদিকে এই ধরনের পরীক্ষায় বানসাল ক্লাসেসের (Bansal Classes) অভিজ্ঞতা, অন্যদিকে রাইস অ্যাডামাস (RICE Adamas) গ্রুপের দীর্ঘদিনের ঐতিহ্যের হাত ধরে কলকাতাতেই এবার ডাক্তারি ইঞ্জিনিয়ারিং প্রবেশিকার প্রশিক্ষণ কলকাতাতেই সুলভ হবে।

রাইস অ্যাডামাস (RICE Adamas) ও বনসল ক্লাসেস-এর (Bansal Classes) যৌথ পথ চলার সূচনা হল রবিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানসাল ক্লাসেসের এমডি ও সিইও সামির বানসাল (Samir Bansal) এবং রাইস অ্যাডামাস গ্রুপের চেয়ারম্যান এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Dr. Samit Ray)। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনাসভা, পরিকল্পনাগত দিকগুলি তুলে ধরা এবং প্রশিক্ষকদের সঙ্গে আলোচনার সুযোগ রাখা হয়েছিল। উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক থেকে পরীক্ষার্থীরাও।

উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরতে সামির বানসাল বলেন “আমরা রাইস বানসালকে (RICE Bansal) কলকাতায় আনতে পেরে খুবই আনন্দিত। আমাদের লক্ষ্য হল, ছাত্রদের উচ্চমানের কোচিং প্রদান করা, যাতে তারা আত্মবিশ্বাসী হয় এবং সক্ষমভাবে জাতীয় স্তরে প্রতিযোগিতা করতে পারে।”

সরকারি চাকরির প্রশিক্ষণের পরে এবার আইআইটি-জি, নিটের মতো পরীক্ষার প্রশিক্ষণেও যৌথ উদ্যোগে প্রবেশ রাইস অ্যাডামাস-এর (RICE Adamas)। এই উদ্যোগ নিয়ে প্রফেসর ড. সমিত রায় বলেন, “রাইস অ্যাডামাসে আমরা উচ্চ মানের শিক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ ছাত্রছাত্রীদের আস্থার সঙ্গে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এবং তাদের জন্য একটি আধুনিক শিক্ষণ অভিজ্ঞতা প্রদান করবে।”

বানসাল ক্লাসেস, যা ভারতের ১০০টিরও বেশি সেন্টারে আইআইটি-জি (IIT-JEE) এবং নিট (NEET) কোচিংয়ে সফলতার ক্ষেত্রে একটি ট্র্যাক রেকর্ড প্রমাণ করেছে। রাইস বানসাল ক্লাসেস (RICE Bansal Calsses) বিভিন্ন কোর্স প্রস্তাব করছে, যেমন বুলস আই, নিউক্লিয়াস এবং স্টার্লিং যা ছাত্রদের প্রস্তুতির বিভিন্ন স্তরের জন্য উপযোগী। অভিজ্ঞ শিক্ষক, আধুনিক শ্রেণীকক্ষ এবং উন্নত শিক্ষণ সহায়ক সহ, রাইস বানসাল ক্লাসেস একটি বিশ্বমানের শিক্ষণ অভিজ্ঞতা প্রদান করে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version