Saturday, November 22, 2025

IIT-JEE, NEET পরীক্ষায় সাফল্যের দিশা: কোটাকে হার মানাবে রাইস বানসাল

Date:

আর ছুটতে হবে না কোটা, দিল্লি। জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ প্রবেশিকায় সন্তানদের বাইরের রাজ্যে পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়ার দিনও শেষ। কারণ কলকাতায় এবার আইআইটি-জি (IIT-JEE), নিট (NEET) পরীক্ষার জন্য প্রশিক্ষণ দিতে যৌথ উদ্যোগে পথ চলা শুরু করল রাইস বানসাল (RICE Bansal)। একদিকে এই ধরনের পরীক্ষায় বানসাল ক্লাসেসের (Bansal Classes) অভিজ্ঞতা, অন্যদিকে রাইস অ্যাডামাস (RICE Adamas) গ্রুপের দীর্ঘদিনের ঐতিহ্যের হাত ধরে কলকাতাতেই এবার ডাক্তারি ইঞ্জিনিয়ারিং প্রবেশিকার প্রশিক্ষণ কলকাতাতেই সুলভ হবে।

রাইস অ্যাডামাস (RICE Adamas) ও বনসল ক্লাসেস-এর (Bansal Classes) যৌথ পথ চলার সূচনা হল রবিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানসাল ক্লাসেসের এমডি ও সিইও সামির বানসাল (Samir Bansal) এবং রাইস অ্যাডামাস গ্রুপের চেয়ারম্যান এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Dr. Samit Ray)। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনাসভা, পরিকল্পনাগত দিকগুলি তুলে ধরা এবং প্রশিক্ষকদের সঙ্গে আলোচনার সুযোগ রাখা হয়েছিল। উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক থেকে পরীক্ষার্থীরাও।

উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরতে সামির বানসাল বলেন “আমরা রাইস বানসালকে (RICE Bansal) কলকাতায় আনতে পেরে খুবই আনন্দিত। আমাদের লক্ষ্য হল, ছাত্রদের উচ্চমানের কোচিং প্রদান করা, যাতে তারা আত্মবিশ্বাসী হয় এবং সক্ষমভাবে জাতীয় স্তরে প্রতিযোগিতা করতে পারে।”

সরকারি চাকরির প্রশিক্ষণের পরে এবার আইআইটি-জি, নিটের মতো পরীক্ষার প্রশিক্ষণেও যৌথ উদ্যোগে প্রবেশ রাইস অ্যাডামাস-এর (RICE Adamas)। এই উদ্যোগ নিয়ে প্রফেসর ড. সমিত রায় বলেন, “রাইস অ্যাডামাসে আমরা উচ্চ মানের শিক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ ছাত্রছাত্রীদের আস্থার সঙ্গে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এবং তাদের জন্য একটি আধুনিক শিক্ষণ অভিজ্ঞতা প্রদান করবে।”

বানসাল ক্লাসেস, যা ভারতের ১০০টিরও বেশি সেন্টারে আইআইটি-জি (IIT-JEE) এবং নিট (NEET) কোচিংয়ে সফলতার ক্ষেত্রে একটি ট্র্যাক রেকর্ড প্রমাণ করেছে। রাইস বানসাল ক্লাসেস (RICE Bansal Calsses) বিভিন্ন কোর্স প্রস্তাব করছে, যেমন বুলস আই, নিউক্লিয়াস এবং স্টার্লিং যা ছাত্রদের প্রস্তুতির বিভিন্ন স্তরের জন্য উপযোগী। অভিজ্ঞ শিক্ষক, আধুনিক শ্রেণীকক্ষ এবং উন্নত শিক্ষণ সহায়ক সহ, রাইস বানসাল ক্লাসেস একটি বিশ্বমানের শিক্ষণ অভিজ্ঞতা প্রদান করে।

Related articles

আর কত প্রাণ যাবে? আরও এক মহিলা BLO-র আত্মহত্যায় নির্বাচন কমিশনকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপের জেরে রাজ্যে আবারও আত্মঘাতী মহিলা বিএলও(BLO)। তাঁর আত্মহত্যার ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata...

হিন্দুরা যদি না থাকে তবে পৃথিবীর অস্তিত্বও থাকবে না: মনিপুরে দাবি ভাগবতের

”হিন্দুরা যদি না থাকে তবে পৃথিবীর অস্তিত্বও থাকবে না”- ফের বিতর্কিত মন্তব্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের...

দাবি আদায়ে অপহরণ ২০০ স্কুলপড়ুয়াকে! নাইজেরিয়ায় এক সপ্তাহে দুবার হামলা

প্রশাসনের বিরুদ্ধে নিজেদের দাবি আদায় অপহরণের পথ বেছে নিয়েছে নাইজেরিয়ার জেহাদি গোষ্ঠীগুলি। উত্তর নাইজেরিয়ায় (Nigeria) বারবার অপহরণের (abduction)...

বিশ্বকাপের আগেই ফিফার মেগা টুর্নামেন্ট, সুযোগ পাবে ভারত?

আগামী বছর উত্তর আমেরিকার তিন দেশে হবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। আগামী বছর ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) হবে ৪৮...
Exit mobile version