Thursday, August 28, 2025

পাঁচ দিনের মধ্যে জেলা কমিটি গঠন। এরপর ধাপে ধাপে পঞ্চায়েত (Panchayat) ও ওয়ার্ড (Ward) স্তরেও কমিটি গঠন চূড়ান্ত করতে হবে। শনিবারের ভার্চুয়াল বৈঠকের পরেই রাজ্য জুড়ে তৎপরতা শুরু তৃণমূল শীর্ষ নেতৃত্বের। যেসব জায়গায় জেলা কমিটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, সেগুলোকে আর একবার ঝালিয়ে নেওয়া, অঞ্চল কমিটি, বুথ কমিটি তৈরি করা নিয়ে ঘরোয়া আলোচনাও সেরে ফেলছে নেতৃত্ব। বিশেষ করে যেসব জায়গায় বিএলএ-২ (BLA-2) নেই, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শনিবারের বৈঠকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে বিএলএ ১-এর (BLA-1) প্রস্তাব নেওয়ার জন্য আলোচনা শুরু হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে যেসব নির্দেশ কার্যকর করতে বলেছেন, তা দ্রুত বাস্তবায়িত করতে তৎপর হয়েছেন সর্বস্তরের নেতা-নেত্রীরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশ ছিল, অঞ্চল সভাপতিরা শনিবারের ভার্চুয়াল বৈঠকে ছিলেন না। তাই বৈঠকের (virtual meeting) নির্যাস এবং নির্দেশাবলি তাঁদের পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার কাজ শুরু করতে হবে ব্লক (block) ও টাউন (town) নেতৃত্বকেই। শনিবারের বৈঠক থেকে একেবারে দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কমিটি গঠনের জন্য। সেই অনুযায়ীই রবিবার থেকে কাজ শুরু করে দেন জেলার নেতারা।

নেতাজি ইন্ডোরের সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভুয়ো ভোটার নিয়ে বিজেপির কারচুপি ও  নির্বাচন কমিশনের ষড়যন্ত্র ফাঁস করে দেওয়ার পর থেকেই মাঠে রয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন এই তালিকা (voter list) সংশোধনে কী করণীয়। বিইআরএস (ব্লক ইলেক্টোরাল রোল সুপারভাইজার) (BERS) ও টিইআরএস (টাউন ইলেক্টোরাল রোল সুপারভাইজার) (TERS) নামের দুটি নতুন সাংগঠনিক পদ তৈরি করে দিয়েছে দল। এর সঙ্গে থাকবে পিইআরএস (পঞ্চায়েত ইলেক্টোরাল রোল সুপারভাইজার) (PERS) এবং ডব্লিউইআরএস (ওয়ার্ড ইলেক্টোরাল রুল সুপারভাইজার) (WERS)। এরা নিরবচ্ছিন্নভাবে সারা বছর ধরে ভোটার তালিকা সংশোধনের কাজের সঙ্গে যুক্ত থাকবে। কোথাও কোনও সন্দেহজনক কিছু মনে হলে সঙ্গে সঙ্গে প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ করবে। দলের এই নিয়মাবলি মেনেই কোচবিহার থেকে কাকদ্বীপ সাংগঠনিক নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছেন ভোটার তালিকা সংশোধনের জন্য দলের দেখানো পথেই।

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version