Saturday, May 3, 2025

১) ২৩ মার্চ আইপিএল-এর অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে মুম্বইদের সামনে চেন্নাই সুপার কিংস। গত মরশুম একেবারেই ভাল যায়নি মুম্বইয়ের। গত মরশুমে হার্দিক পান্ডিয়াকে নেতা করে আনে মুম্বই কর্তৃপক্ষ। তবে গত মরশুমে জুটেছে শুধু কটুক্তি। তবে টি-২০ বিশ্বকাপের জয়ের পর বদলেছে চিত্র। ভিলেন থেকে নায়ক হয়েছেন হার্দিক। আর নতুন মরশুমে নামার আগে আশাবাদী নেতা হার্দিক।

২) সদ্য শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও না হেরে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। আর এবার টিম ইন্ডিয়ার দুরন্ত পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন তিনি। বললেন, দুই দেশের পারফরম্যান্সই বলে দিয়েছে কোন দেশ সেরা।

৩) দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই তিনি। শেষ টি-২০ বিশ্বকাপের সময় দলে থাকলেও , প্রথম একাদশে জায়গা হয়নি। তিনি নাকি জাতীয় দলে খেলার কথা আর ভাবছেনই না। এমনটাই জানালেন তিনি। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলে যুজবেন্দ্র চ্যাহাল। ভারতীয় দলে ভবিষ্যৎ যে অনিশ্চিত, তা নাকি বুঝে গিয়েছেন তিনি।

৪) ব্যক্তিগত জীবন নিয়েও কোহলি কোনও পোস্ট দেখা যায় না সোশ্যাল মিডিয়ায়। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেও তাঁর কোনও পোস্টও দেখা যায়নি। তবে তাঁর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নানান বিজ্ঞাপনের পোস্ট। যা দেখে তাজ্জব কোহলি ভক্তরা। কোহলির এই কাজের সমালোচনা হয়। আর এই নিয়ে মুখ খুললেন বিরাট নিজেই । বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার যে আনন্দ আমার হয়েছে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তো বাড়বে না।

৫) সম্প্রতি বর্ডার-গাভাস্কর ট্রফির ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটার জন্য একাধিক কড়া নিয়ম সামনে আনে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই যে একাধিক ফতোয়া জারি করেছে ভারতীয় দলের উপর, তার মধ্যে অন্যতম হল পরিবারের সদস্যদের ৪৫ দিনের কম সফরের ক্ষেত্রে ক্রিকেটারেরা নিয়ে যেতে পারেন না। যা নিয়ে প্রচুর সমালোচনা উঠেছিল খোদ দলের অন্দরমহলে। আর এই নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি।

আরও পড়ুন-  নতুন মরশুমে নামার আগে আশাবাদী হার্দিক, সিএসকেরব বিরুদ্ধে নামার আগে কী বললেন মুম্বই অধিনায়ক?

—

 

—

 

—

Related articles

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...
Exit mobile version