Wednesday, August 27, 2025

গাড়ি পার্কিং নিয়ে বচসা, সেনা আধিকারিক-ছেলেকে বেধড়ক মারধর, সাসপেন্ড ১২ পুলিশ

Date:

গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। সেনা আধিকারিক ও তার ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে পুলিশের তিন আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাস্থল পাঞ্জাবের পাতিয়ালা। মারের চোটে ওই সেনা আধিকারিকের হাত ভেঙেছে। তার ছেলের মাথায় গুরুতর আঘাত লেগেছে। আর গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই কাঠগড়ায় পাঞ্জাব পুলিশ(punjab police)।

জানা গিয়েছে, ১৩ মার্চ ভোরে পাতিয়ালায় ঘটনাটি ঘটেছে। ওই সেনা আধিকারিকের নাম কর্নেল পুষ্পিন্দর বাথ। তিনি দিল্লির সেনা সদর দফতরে কর্মরত। অভিযোগ, ওইদিন পাঞ্জাব পুলিশের তিন ইনস্পেক্টর প্রায় ৪৫ মিনিট ধরে ওই সেনা অফিসার ও তার ছেলেকে মারধর করেন। বর্তমানে দুজনেই পাতিয়ালার রাজেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের দাবি, পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। অভিযুক্তদের আড়ালের চেষ্টা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার দিন রাজেন্দ্র হাসপাতালের কাছে রাস্তার ধারে একটি খাবারের দোকানের সামনে গাড়ি থামান ওই সেনা আধিকারিক এবং তার ছেলে। সেই সময় সাদা পোশাকের তিন পুলিশ অফিসার এসে নিজেদের গাড়ি রাখার জন্য তাদের দুজনকে গাড়ি সরাতে বলেন।অভিযোগ, তাতে আপত্তি জানালে সেনা আধিকারিককে(army officer) ঘুষি ও লাথি মারে এক পুলিশ আধিকারিক। বাধা দেওয়ার চেষ্টা করলে তার ছেলেকেও মারধর করা হয়।

সেনা আধিকারিকের ছেলের অভিযোগ, লাঠি, রড এবং বেসবল ব্যাট দিয়ে তাদের মারধর করা হয়েছে। কমপক্ষে ৪৫ মিনিট ধরে মারা হয়। প্রত্যেকেই নেশাগ্রস্ত ছিল। দু’দিন ধরে এফআইআর দায়েরের চেষ্টা করলেও, পুলিশ সাহায্য করেনি।ফোনে হুমকিও দেওয়া হয়েছে। পাচ্ছি। তবে চাপের মুখে পড়ে পুলিশ শেষ পর্যন্ত পদক্ষেপ করেছে। সমালোচনা শুরু হতেই এই ঘটনায় ১২ জন আধিকারিককে সাসপেন্ড করেছে পাতিয়ালা পুলিশ।সিনিয়র পুলিশ অফিসার ড. নানক সিং বলেছেন, ১২ জন পুলিশকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে ওই তদন্ত শেষ হবে।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version