দুর্ঘটনার কবলে হাওড়ামুখী এল ২৩৮ বাস! গুরুতর আহত ৫

ভয়াবহ দুর্ঘটনার মুখে হাওড়ামুখী এল ২৩৮ বাস! মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ মধ্যমগ্রামের দোলতলা পুলিশ লাইনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাসটি। একটি আর্থ মুভার গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এল২৩৮ বাসটির। স্থানীয় একটি গোডাউন থেকে বেরিয়েই সটান যশোর রোডের উপরে উঠে পড়ে আর্থ মুভারটি। অন্যদিকে বারাসত থেকে হাওড়ার দিকে যাওয়া এল ২৩৮ গাড়িটির গতিবেগও বেশি ছিল। এই দুর্ঘটনার জেরে বাসটির সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। এদিকে গুরুতর আহত হয়েছেন ৫ জন। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ১২ নম্বর জাতীয় সড়কে। যদিও ট্রাফিক পুলিশের তৎপরতায় যানচলাচল স্বাভাবিক হয়। আর্থ মুভারের চালককে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ, জানা যাচ্ছে এমনটাই।

আরও পড়ুন- বিধানসভার ধর্মনিরপেক্ষতা কলুষিত হচ্ছে! বিজেপিকে তুলোধোনা অরূপ-চন্দ্রিমার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_