Tuesday, August 12, 2025

সতর্কতা জারি, ঘূর্ণাবর্ত- অক্ষরেখা- পশ্চিমীঝঞ্ঝার ত্রিফলা দুর্যোগ বাংলায়

Date:

Share post:

রবি ও সোমবার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু সেই তাপপ্রবাহকে কাটিয়ে চলতি সপ্তাহেই পুরোপুরি ভোলবদল হতে চলেছে আবহাওয়ার। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে। এই পরিস্থিতি বজায় থাকবে রবিবার পর্যন্ত । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানান, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বেশি পরিমাণে ঝড় বৃষ্টি হবে। কালবৈশাখী হতে পারে বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। তবে তা শুক্রবার থেকে বাড়বে। তবে বৃষ্টি আসার আগে বেলায় গরম বাড়বে। রাতে গরম ও অস্বস্তি থাকবে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম।

মূলত, আসাম ও হরিয়ানাতে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত এছাড়াও রয়েছে জোড়া অক্ষরেখার দাপট। আগামীকাল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এইসব মিলিয়েই প্রতিকূল আবহাওয়া তৈরি হবে। এদিকে বৃষ্টিপাতের ফলে সপ্তাহের শেষে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। উত্তরের জেলার ক্ষেত্রে, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সেখানেও সপ্তাহের শেষে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।

 

spot_img

Related articles

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ...

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...