Wednesday, December 17, 2025

জেলে বসেই হুমকি ‘শাহজাহানের’! ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ

Date:

জেলে বসেই না কি হুমকি দিচ্ছেন সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল (TMC) নেতা শেখ শাহজাহান! ন্যাজাট থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ীর। ইডির কাছেও চিঠি লিখেছেন রবিন মণ্ডল (Robin Mandol) নামে ওই ব্যবসায়ী। বসিরহাট পুলিশ (Police) জেলার সুপার হোসেন মেহেদি রহমান জানান, অভিযোগ পাওয়া গিয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সরবেড়িয়ার মোড়ে ‘শেখ শাহজাহান মার্কেট’ নামে বড় বাজার রয়েছে। অভিযোগ, সেই বাজারটি রয়েছে রবিন মণ্ডলের পরিবারের। শেখ শাহজাহান (Sheikh Shajahan) জোর করে ওই জমি দখল করে নেন বলে অভিযোগ। অভিযোগকারী রবিন মণ্ডলের দাবি, শাহজাহান ঘনিষ্ঠ এক নেতা কিছুদিন আগে তাঁর কাছে আসেন। বলেন, “ভাই কথা বলবে।“ ব্যবসার অভিযোগ, ফোনের ওপারে শাহজানের কণ্ঠস্বর শোনেন তিনি। ‘শাহজাহান’ বলেন, “খুব বাড় বেড়েছিস। বাজার নিয়ে উৎপাত করছিস শুনলাম। তোদের বাড়ি ঘর ভাঙচুর করে উড়িয়ে দেব। পালানোর পথ পাবি না!“ ঘটনার কথা জানিয়ে ইডিকে চিঠি লিখেছেন রবিন। ন্যাজাট থানাতেও অভিযোগ দায়ের করেছেন।

এদিকে নিজেদের জমি ফেরত পেতে ইডি-সিবিআইয়ের কাছে অভিযোগ করেছে মণ্ডল পরিবার। শাহজাহান (Sheikh Shajahan) মার্কেটে অভিযানও চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এখনও সেই বিষয়ে কোনও সুরাহা হয়নি। এরই মধ্যে ‘শাহজাহান’-এর হুমকি ফোন পেয়ে আতঙ্কিত রবিন মণ্ডলরা।
আরও খবর: স্বাস্থ্যে দেশের সেরা বাংলা: বিধানসভায় স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় জানালেন মুখ্যমন্ত্রীর

কিন্তু প্রশ্ন উঠছে যিনি ফোন করেছিলেন, তিনি কি সত্যি শাহজাহান? বারুইপুর সংশোধনাগারে শাহজাহান ফোন ব্যবহার করছেন কীভাবে? সেই ফোনে ব্যবসায়ীকে হুমকিও দিচ্ছেন! বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান জানান, অভিযোগ এসেছে। তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

Related articles

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...

ছাত্রীর নকাব টেনে খুললেন নীতীশ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

চিকিৎসক পড়ুয়ার মুখের নকাব টেনে খোলায় গোটা বিশ্বের সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাথমিকভাবে এই ঘটনাকে নীতীশের...

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...
Exit mobile version