মেসির সই করা জার্সি: আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, বাংলার পাড়ায় ফুটবলে পা ঠেকানো আর ৫ জনের মতোই আমার শিরা দিয়েও ফুটবলের আবেগ

সুদূর মায়ামি থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য সই করা জার্সি (jersey) উপহার পাঠিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। সেই উপহার বুধবার তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। মেসির উপহার পেয়ে আপ্লুত ফুটবলপ্রেমী বাংলার মুখ্যমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় সেই জার্সির (jersey) ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, বাংলার পাড়ায় ফুটবলে পা ঠেকানো আর ৫ জনের মতোই আমার শিরা দিয়েও ফুটবলের আবেগ। আজ সেই আবেগ একটা বিশেষ জায়গা পেল যখন, অন্য কেউ নয় লিওনেল মেসির সই করা জার্সি হাতে পেলাম।

সেই সঙ্গে তিনি লেখেন, ফুটবলের প্রতি ভালবাসা আমাদের সকলকে এক সুতোয় গাঁথে। এবং মেসি (Lionel Messi), ফুটবলের এক শিল্পী, আমাদের সময়ের কিংবদন্তি, যার অনবদ্য শৈলী বাংলাকে মুগ্ধ হয়। এই জার্সিটি (jersey) বাংলা এবং এই অপূর্ব খেলার অবিচ্ছেদ্য সংযোগের প্রতীক।