Thursday, August 21, 2025

৫০ কোটির নেকড়ে কুকুর কিনে খবরের শিরোনামে বেঙ্গালুরুর ব্যবসায়ী!

Date:

কথায় আছে মরা হাতি লাখ টাকা, কিন্তু জীবন্ত কুকুর সব রেকর্ড ভেঙেচুরে নিজের দর তুলল কোটি টাকায়। আর বিশ্বের সবথেকে দামি কুকুর উলফডগ (Wolf Dog) কিনে খবরে শিরোনামের জায়গা করে নিলেন বেঙ্গালুরুর ব্যবসায়ী। এস সতীশ (S Satish) নামে এক যুবক ৫০ কোটি টাকা দিয়ে ক্যাডাবম্‌স ওকামি (Cadabom Okami) নামের এক বিরল প্রজাতির কুকুর কিনে সকলকে অবাক করে দিয়েছেন।

ক্যাডাবমস ওকামি আসলে সংকর প্রজাতি (Cadabom Okami is the fifth-generation descendant of a wolf-dog cross) । নেকড়ে এবং ককেশীয় কুকুরের মধ্যে একটি ক্রস। সতীশ জানিয়েছেন, এটি একটি অত্যন্ত বিরল প্রজাতির কুকুর এবং দেখতে হুবহু নেকড়ের মতো। এই জাতটি আগে পৃথিবীতে বিক্রি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী ক্যাডাবমসের বয়স মাত্র ৮ মাস কিন্তু ওজন ইতিমধ্যেই ৭৫ কিলোগ্রামের বেশি। তাঁর অনুযায়ী প্রতিদিন ৩ কেজি করে কাঁচা মাংসের প্রয়োজন হয়। একান্ন বছর বয়সী পেশায় ব্যবসায়ী হওয়ার পাশাপাশি ইন্ডিয়ান ডগ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতিও বটে।ইতিমধ্যেই নেকড়ে কুকুরটিকে দিয়ে কর্নাটকের একটি হাইপ্রোফাইল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। সতীশ প্রায় এক দশক আগে কুকুর প্রজনন বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু এখন তিনি আগ্রহী দর্শকদের কাছে তার বিরল প্রজাতির কুকুর প্রদর্শন করে টাকা রোজগার করতে চান। মাত্র ৩০ মিনিটের উপস্থিতিতে প্রায় ২৫,০০০ টাকা আয় হয় বলে দাবি করেছেন তিনি।

ককেশীয় শেফার্ডরা সাধারণত বিশাল, শক্তিশালী রক্ষক মানসিকতার হয়ে থাকে। ককেশাস পর্বতমালায় এদের উৎপত্তির জন্য এমন নাম। শিকারীদের হাত থেকে গবাদি পশুদের রক্ষা করার জন্য এই প্রজাতির কুকুরদের প্রজনন করা হয়েছিল।সতীশ জানিয়েছেন, তাঁর ১৫০ প্রজাতির কুকুর রয়েছে তাঁর কাছে। তবে নেকড়েকুকুর তাঁর কাছে ছিল না। অবশেষে শখ পূরণ হল।সাত একর জায়গা জুড়ে রয়েছে সতীশের পোষ্য কুকুরদের জন্য ঘর। সেখানে নানা প্রজাতির কুকুর রয়েছে। সেখানেই এই ক্যাডাবমস ওকামিকে রেখেছেন তিনি। পুরো জায়গাটাই সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে। হুবহু নেকড়ের মতো দেখতে কুকুরের এই জাতটি আগে পৃথিবীতে বিক্রি হয়নি।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version