Saturday, November 8, 2025

৫০ কোটির নেকড়ে কুকুর কিনে খবরের শিরোনামে বেঙ্গালুরুর ব্যবসায়ী!

Date:

কথায় আছে মরা হাতি লাখ টাকা, কিন্তু জীবন্ত কুকুর সব রেকর্ড ভেঙেচুরে নিজের দর তুলল কোটি টাকায়। আর বিশ্বের সবথেকে দামি কুকুর উলফডগ (Wolf Dog) কিনে খবরে শিরোনামের জায়গা করে নিলেন বেঙ্গালুরুর ব্যবসায়ী। এস সতীশ (S Satish) নামে এক যুবক ৫০ কোটি টাকা দিয়ে ক্যাডাবম্‌স ওকামি (Cadabom Okami) নামের এক বিরল প্রজাতির কুকুর কিনে সকলকে অবাক করে দিয়েছেন।

ক্যাডাবমস ওকামি আসলে সংকর প্রজাতি (Cadabom Okami is the fifth-generation descendant of a wolf-dog cross) । নেকড়ে এবং ককেশীয় কুকুরের মধ্যে একটি ক্রস। সতীশ জানিয়েছেন, এটি একটি অত্যন্ত বিরল প্রজাতির কুকুর এবং দেখতে হুবহু নেকড়ের মতো। এই জাতটি আগে পৃথিবীতে বিক্রি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী ক্যাডাবমসের বয়স মাত্র ৮ মাস কিন্তু ওজন ইতিমধ্যেই ৭৫ কিলোগ্রামের বেশি। তাঁর অনুযায়ী প্রতিদিন ৩ কেজি করে কাঁচা মাংসের প্রয়োজন হয়। একান্ন বছর বয়সী পেশায় ব্যবসায়ী হওয়ার পাশাপাশি ইন্ডিয়ান ডগ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতিও বটে।ইতিমধ্যেই নেকড়ে কুকুরটিকে দিয়ে কর্নাটকের একটি হাইপ্রোফাইল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। সতীশ প্রায় এক দশক আগে কুকুর প্রজনন বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু এখন তিনি আগ্রহী দর্শকদের কাছে তার বিরল প্রজাতির কুকুর প্রদর্শন করে টাকা রোজগার করতে চান। মাত্র ৩০ মিনিটের উপস্থিতিতে প্রায় ২৫,০০০ টাকা আয় হয় বলে দাবি করেছেন তিনি।

ককেশীয় শেফার্ডরা সাধারণত বিশাল, শক্তিশালী রক্ষক মানসিকতার হয়ে থাকে। ককেশাস পর্বতমালায় এদের উৎপত্তির জন্য এমন নাম। শিকারীদের হাত থেকে গবাদি পশুদের রক্ষা করার জন্য এই প্রজাতির কুকুরদের প্রজনন করা হয়েছিল।সতীশ জানিয়েছেন, তাঁর ১৫০ প্রজাতির কুকুর রয়েছে তাঁর কাছে। তবে নেকড়েকুকুর তাঁর কাছে ছিল না। অবশেষে শখ পূরণ হল।সাত একর জায়গা জুড়ে রয়েছে সতীশের পোষ্য কুকুরদের জন্য ঘর। সেখানে নানা প্রজাতির কুকুর রয়েছে। সেখানেই এই ক্যাডাবমস ওকামিকে রেখেছেন তিনি। পুরো জায়গাটাই সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে। হুবহু নেকড়ের মতো দেখতে কুকুরের এই জাতটি আগে পৃথিবীতে বিক্রি হয়নি।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version