Thursday, August 21, 2025

বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দাপুটে জয় ব্রাজিলের, কলম্বিয়াকে হারাল ২-১

Date:

বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দাপুটে জয় পেল ব্রাজিল। বৃহস্পতিবার রাতে সেলেকাওরা ২-১ গোলে হারাল কলম্বিয়াকে। ব্রাজিলের হয়ে দুটি গোল রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়রের। এই ম্যাচে চোটের জন্য ছিলেন না নেইমার জুনিয়র। তবে তার প্রভাব ম্যাচে বুঝতেই দেয়নি সেলেকাওরা।

ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে রাফিনহা। ম্যাচে ভিনিসিয়াসকে বক্সের মধ্যে ফাউল করেন কলম্বিয়ার দানিয়াল মুনোজ। রেফারির চোখ এড়ায়নি। পেনাল্টি পায় ব্রাজিল সেই সুযোগ একেবারেই নষ্ট করেননি রাফিনহা। গোল করে সেলেকাওদের ১-০ এগিয়ে দেন তিনি। তবে এরপর ম্যাচে আক্রমণ চালায় কলম্বিয়া। যার ফলে ম্যাচের ৪১ মিনিটে সমতা ফেরান রড্রিগেজরা। কলম্বিয়ার হয়ে ১-১ করেন লুইস দিয়াজ। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-১।

ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি-আক্রমণের লড়াই। ম্যাচের ৬১ মিনিটে গোলের কলম্বিয়ার নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। এরপর পালটা আক্রমণ চালায় সেলেকাওরা। যার ফলে ম্যাচের অতিরিক্ত সময়ে ২-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এই জয়ের ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল সেলেকাওরা। শীর্ষে আর্জেন্তিনা। নীল-সাদার দল ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। ব্রাজিল ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন- চ্যাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট ধনশ্রীর, উঠে এসেছে দাম্পত্য কলহের যন্ত্রণার কথা

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version