হিথরোয় বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড। সেই আগুন ছড়ায় বিদ্যুৎকেন্দ্রে সংলগ্ন বিমানবন্দরেও। ফলে বিমান চলাচল বন্ধ করা হয়। কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও জানা যায়নি। এই পরিস্থিতিতে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফর। ২২ মার্চের বদলে ২৪ তারিখ তিনি লন্ডন (London) রওনা হবেন বলে খবর। তবে এই সময় যাতে এগিয়ে আনা যায়, তার জন্য বিমান সংস্থার সঙ্গে আলোচনা করছে রাজ্য সরকার।

পৃথিবীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর লন্ডনের হিথরো বিমানবন্দর (Heathrow Airport)। সেখানেই বিদ্যুতের সাবস্টেশনে আগুন লেগে যাওয়ায় বিমান ওঠানামায় বিপত্তি বাধে। শুক্রবার কাকভোরে আগুন লাগার ঘটনাটি ঘটে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে হিথরোতে সব বিমান ওঠানামা বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। একাধিক বিমান ঘুরপথেও নিয়ে যাওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে লন্ডনগামী বিমান শুক্রবার ফের মুম্বই ফিরে যায়।

হিথরো বিমানবন্দরে (Heathrow Airport) বিমান চলাচল বন্ধ থাকায় বাংলার মুখ্য়মন্ত্রীর লন্ডনযাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার সাতদিনের লন্ডন সফরে তাঁর রওনা হওয়ার কথা ছিল। কিন্তু হিথরো বিমান বন্দর কর্তৃপক্ষ শুক্রবার মধ্যরাত পর্যন্তই বিমান চলাচল বন্ধ রাখায় মমতার সফরের সময় পরিবর্তন করা হল। আগামিকালের পরিবর্তে সোমবার প্রস্তাবিত লন্ডন সফরে রওনা হবেন মুখ্যমন্ত্রী। তবে এই সময় যাতে এগিয়ে আনা যায়, তার জন্য বিমান সংস্থার সঙ্গে রাজ্য সরকারের আলোচনা চলছে বলে সূত্রের খবর।
আরও খবর: গলা টিপে দেব! খড়গপুরে মেজাজ হারিয়ে মহিলাদের আক্রমণ দিলীপের! তীব্র নিন্দা তৃণমূলের

–

–

–

–

–

–

–

–
