Tuesday, August 26, 2025

এনকাউন্টারে খতম বিহারের মোস্ট ওয়ান্টেড ডাকাত চুনমুন! চলছে সঙ্গীদের খোঁজ

Date:

রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে নিহত কুখ্যাত ডাকাত। শনিবার ভোররাতে বিহারের (Bihar) আরারিয়ায় এক অতি পরিচিত গয়নার শোরুমে (Showroom) ডাকাতির মামলায় অভিযুক্ত চুনমুন ঝা পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারায় যায় বলে খবর। ঘটনায় ৫ পুলিশ কর্মী আহত হয়েছেন। তবে, তাঁরা আপাতত স্থিতিশীল।

কুখ্যাত দুষ্কৃতী চুনমুনকে ধরতে ৩ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়। অভিযোগ, বাংলায় ডাকাতির ঘটনায় ধৃত জেলবন্দি সুবোধ সিংয়ের গ্যাংয়ের সক্রিয় সদস্য এই চুনমুন ঝা। একের পর এক অপরাধের সঙ্গে নাম জড়ায় তার। বিহার পুলিশের দাবি, বাংলা-বিহার সীমানা-সহ তিরহাত, কোশি বলয় ও পূর্বাঞ্চলও চুনমুন ছিল অপরাধী হিসেবে মোস্ট ওয়ান্টেড। এসটিএফ সূত্রে খবর, গত বছর ২৬ জুলাই পুর্ণিয়া শহরের ওই জুয়েলারি শোরুম থেকে চুনমুন-সহ ৬জনের দল ৩.৭০ কোটি টাকার সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। ডাকাতির পর থেকে গ্যাংটি এসটিএফের নজরে ছিল। এর মধ্যে এমাসের ১০ তারিখ ফের ওই ৬ দুষ্কৃতী ১০ কোটির সামগ্রী নিয়ে চম্পট দেয়।

গোপন সূত্রে পুলিশ (Police) খবর পায় বিহারের (Bihar) নরপতগঞ্জে চুনমুন রয়েছে। রাত ২ টো নাগাদ পৌঁছয় পুলিশ। কিন্তু ধরা না দিয়ে গুলি চালাতে থাকে চুনমুন। পুলিশের গুলি লাগে চুনমুনের গায়ে। তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও খবর: আজব কাণ্ড, ‘মৃত্যু’র ১৮ মাস পর সশরীরে গ্রামে উপস্থিত মহিলা!জেল খাটছেন চারজন  

পুর্নিয়া জেলার ডিআইজি প্রমোদকুমার মণ্ডল জানান, চুনমুনের এক সহযোগী অন্ধকারের মধ্যে পালিয়েছে। এসপি অঞ্জনী কুমারের নেতৃত্বে আরারিয়া পুলিশ গ্যাংয়ের অন্য সদস্যদের  খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে।

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...
Exit mobile version