বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত হল জেলা কোর কমিটির বৈঠক। দেউচা-পাঁচামি কয়লাশিল্প নিয়ে বৈঠক থাকায় এই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন সুদীপ্ত ঘোষ। বৈঠকে কমিটির সদস্যরা দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরি জানান, বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, যার মধ্যে অন্যতম ভোটার কার্ড সংক্রান্ত রাজ্য নেতৃত্বের নির্দেশে সুপারভাইজার নিয়োগের বিষয়।

কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরি আরও জানান, পরবর্তী কোর কমিটির বৈঠক সিউড়িতে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের আগে বীরভূমে বিরোধীদের মোকাবিলা করার জন্য প্রাথমিক পদক্ষেপগুলি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে দলের কিছু পরিকল্পনা প্রকাশ্যে আনা সম্ভব নয়, বলেও জানান তিনি। তিনি নিশ্চিত করেন, আগামী দিনে জেলার মানুষ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে বিরোধীদের বিরুদ্ধে দলের কৌশল বুঝতে পারবেন।

আরও পড়ুন- দুর্ঘটনায় মৃত্যু যাত্রীর! রেল পুলিশের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের

_


_


_

_

_

_

_

_

_