Sunday, November 9, 2025

দ্বিতীয়বার ক্ষমতায় এসে দেশের জনসাধারণের সামগ্রিক উন্নয়ন থেকে আমেরিকার সম্মান বৃদ্ধিতেই নজর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। সেই উদ্দেশে কোনও সমঝোতার পথেই যে তিনি হাঁটবেন না, স্পষ্ট করে দিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়াম (Sunita Williams) ও বুচ উইলমোরের (Butch Wilmore) সম্মানের প্রশ্নে। প্রয়োজনে নিজের পকেট থেকেই তাঁদের ওভারটাইমের মূল্য দিতে পারেন, জানালেন ট্রাম্পের।

আটদিনের বদলে নয়মাস মহাকাশে (space) কাটানোর পরে সরকারি নিয়মে কত উপরি পাবেন মহাকাশচারি সুনীতা উইলিয়াম ও বুচ উইলমোর, প্রশ্ন উঠতেই চমকে গেলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সাধারণত ফেডেরাল বেতনভোগীদের মতো বেতন পান মহাকাশচারীরা। কোনও ওভার টাইম (over time) তাঁদের জন্য বরাদ্দ থাকে না। সেক্ষেত্রে আট দিনের বদলে নয় মাস মহাকাশে অনির্দিষ্ট ভবিষ্যতের মধ্যে দিয়ে কাটানোর পরেও তাঁদের জন্য নাসা-র (NASA) পক্ষ থেকে কোনও ওভার টাইম বরাদ্দ হয়নি।

সাধারণ বেতন ৯৪,৯৯৮ ডলার থেকে ১,২৩,১৫২ ডলার তাঁরা পাবেন। সেই সঙ্গে ২৮৬ দিন মহাকাশে কাটানোর জন্য ১,৪৩০ ডলার অতিরিক্ত পাবেন। কিন্তু জীবনের অমূল্য ছুটির দিন, সাপ্তাহিক ছুটি নয় মাসে পাননি সুনীতা (Sunita Williams) ও বুচ (Butch Wilmore)। সেই ছুটির জন্য ওভার টাইম (over time) বেতনের প্রশ্ন করতেই অবাক ট্রাম্প। নাসা-র বেতন কাঠামো নিয়ে অবগতই ছিলেন না তিনি। কিন্তু দেশের জন্য দুই মহাকাশচারীর অবদানের জন্য ওভারটাইমের প্রশ্নে তিনি জানান, এতদিন কেউ তাঁকে এই বিষয়ে জানায়নি। প্রয়োজনে তিনি নিজের বেতনের থেকে সেই টাকা দিয়ে দেবেন।

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version