অসুবিধা হলে দেখে নেব: বিদেশ সফরের আগে আশ্বাস মুখ্যমন্ত্রীর, তুললেন কলকাতা-লন্ডন উড়ানের প্রসঙ্গও

বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন সফরে রওনা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, দূরে গেলও যোগাযোগ থাকবে। প্রয়োজনে দেখে নেবেন। শনিবার, সন্ধেয় কলকাতা বিমানবন্দরে এই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে শান্তিতে ভালো থাকার বার্তা দেন তিনি। একইসঙ্গে ফের কলকাতা-লন্ডন সরাসরি উড়ান চলাচলের পক্ষে সওয়াল করেন মমতা।

হিথরোয় বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়। ফলে মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সূচি বদলের সম্ভাবনা দেখা যায়। তবে, সামান্য পরিবর্তন করে সকালের বদলে রাতের বিমানে লন্ডন পাড়ি দিলেন মমতা (Mamata Banerjee)।  যাওয়ার আগে সন্দে ছটা নাগাদ বিমানবন্দরে (Airport) সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “চার-পাঁচ দিনের জন্য আমরা যাচ্ছি। কিন্তু সর্বক্ষণ আমার সঙ্গে সংযোগ থাকবে। বাংলার মা-মাটি-মানুষকে বলব, আপনারা ভাল থাকবেন।“ আশ্বাস দিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ”আমরা ৪-৫ দিনের জন্য থাকছি না। তবে এখানকার সঙ্গে সবসময়ে যোগাযোগ থাকবে। কারও কোনও অসুবিধা হলে আমরা দেখে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।” যে ক দিন মুখ্যমন্ত্রী ব্রিটেন সফরে থাকবেন, সেই সময়ে সরকার ও প্রশাসনের কাজ সামলানোর  জন্য টাস্কফোর্স গঠন করে দিয়েছেন।

একই সঙ্গে ফের একবার কলকাতা-লন্ডন (Kolkata-London) সরাসরি বিমান পরিষেবার পক্ষে সওয়াল করেন তিনি। বলেন, দুবাই হয়ে যাওয়ার ফলে যাত্রাপথ খুবই পরিশ্রম সাপেক্ষ হচ্ছে। যাওয়া-আসা দুক্ষেত্রে রাতে সফর করতে হচ্ছে। সারসরি উড়ান না থাকার ফলেই এই সমস্যা বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও খবর: অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণ সম্প্রচারিত হবে অনলাইনেও, সম্মতি কর্তৃপক্ষের

সোমবার থেকেই কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ওই দিন ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠান। মঙ্গলবার বাণিজ্য সম্মেলন। বুধবার সরকারি স্তরে বাণিজ্য-বৈঠক হওয়ার কথা। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে।