হার দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কাছে ৭ উইকেটে হারল অজিঙ্কে রাহানের দল। আরসিবির হয়ে ম্যাচে ব্যাট হাতে দাপট বিরাট কোহলির। ৫৯ রানে অপরাজিত তিনি। ব্যর্থ গেল নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানের ৫৬ রান। আরসিবির হয়ে তিন উইকেট ক্রুনাল পান্ডিয়ার।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বেঙ্গালোর অধিনায়ক রজত পতিদার। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান করে কেকেআর। নাইটদের হয়ে ব্যাট হাতে দাপট দেখান অধিনায়ক অজিঙ্কে রাহানে। ৫৬ রান করেন তিনি। ৪৪ রান করেন সুনীল নারিন। ৩০ রান করেন রঘুবংশি। ৪ রান করেন কুইন্টন ডি কক। ৬ রান করেন ভেঙ্কটেশ আইয়র। ১২ রান করেন রিঙ্কু সিং । আরসিবির হয়ে তিন উইকেট নেন ক্রনাল পান্ডিয়া। ২ উইকেট নেন হ্যাজেলউড। একটি করে উইকেট নেন যশ দয়াল, রাশিক সালাম এবং শুযস শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে সহযে জয় তুলে নেয় আরসিবি। সৌজন্যে বিরাট কোহলি। বিরাট ঝড়ে জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল আরসিবি। ৫৯ রানে অপরাজিত বিরাট। ৫৬ রান করেন ফিলিপ সল্ট। ৩৪ রান করেন অধিনায়ক রজত পতিদার। কেকেআরের হয়ে একটি করে উইকেট নেন বৈভব অ্যারোরা, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন।

আরও পড়ুন- জমজমাট ইডেন! আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইলেন শ্রেয়া, সঞ্চালনায় কিং খান


–

–

–

–

–

–

–

–
–