Thursday, August 21, 2025

তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল হুইপ জারি করা সত্ত্বেও ৫০ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন বিধানসভার অধিবেশনে। তাদের বিরুদ্ধে করা অবস্থা নিচ্ছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। বুধ ও বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে উপস্থিত থাকার জন্য ওয়েব জারি করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু সেই হুইপ অমান্য করে বিধানসভায় অনুপস্থিত ছিলেন ৫০ জনের মতো বিধায়ক। তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটি অবাধ্য বিধায়কদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে।

এবারের বাজেট অধিবেশনে বুধবার ছিল স্বাস্থ্য দফতরের বাজেট। আর বৃহস্পতিবার অর্থ দফতরের একাধিক বিলের উপর আলোচনা হয়। ফলত ওই দু’দিন দলের সমস্ত বিধায়ককে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করে তৃণমূল কংগ্রেস। তা সত্বেও অধিবেশনে গরহাজির ছিলেন বেশ কিছু বিধায়ক। সরকারিভাবে তৃণমূলের বিধায়ক সংখ্যা ২২০। এর বাইরে রয়েছে দলবদল করা কয়েকজন বিধায়ক। তাদের মধ্যে বুধবার উপস্থিত ছিলেন ২০০ জনের মতো। বৃহস্পতিবার সেই উপস্থিতির সংখ্যা আরও কমে যায়। তৃণমূলের পরিষদীয় দল জানিয়েছে, প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ক সেদিন গরহাজির ছিলেন।

বিধানসভা ভিত্তিক তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দলের হুইপ যাঁরা মানেননি, তাঁদের আচরণ দলীয় শৃঙ্খলাভঙ্গের পর্যায়েই পড়ে। অনুপস্থিতির বিধায়কদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। শৃঙ্খলারক্ষা কমিটিতে আলোচনা করে তাঁদের বিরুদ্ধে করা অবস্থান নেওয়া হবে। এ প্রসঙ্গে মুখ্য সচেতক নির্মল ঘোষ জানান, বুধবারের আগে থেকে যাঁরা বিশেষ কারণে ছুটি নিয়েছিলেন এবং ওই দু’দিন অসুস্থ ছিলেন, তাঁদের বাদ দিয়ে তালিকা তৈরি করা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপই করা হবে।

আরও পড়ুন- যশোর রোডে দুর্ঘটনা, স্কুটি-ডাম্পারের সংঘর্ষে মৃত যুবক

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version