ইদ (Eid)উপলক্ষ্যে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছিলেন মালদহের সাবির আলম (Sabir Alam)। তাঁকে আনতে গেছিলেন রমজান শেখ ও সাদিকুল ইসলাম নামের দুই বন্ধু। বাইক চালিয়ে ফেরার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল তিনজনেরই। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া মালদহের মোথাবাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে সাবির ফরাক্কা স্টেশনে নামার পর সেখানে থেকে বাইকে করে ফিরছিলেন তিন বন্ধু। আঠারো মাইলের কাছে বাইকের সঙ্গে একটি বড় ট্রাকের সরাসরি ধাক্কা লাগে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। ঘাতক লড়িটি আটক করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ (baishnabnagar police)। বাইক আরোহীদের কারোর মাথায় হেলমেট ছিল না বলে জানা গেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

–

–


–


–

–

–

–
–

–

–