পুকুর সংস্কারকে কেন্দ্র করে পারিবারিক বিবাদে ভাইয়ের গায়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে। এরপরই অভিযুক্তের বাড়ি ও দোকানঘরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

জানা গিয়েছে, পুকুর থেকে মোরাম কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র ঝামেলা শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এক ভাই আরেকজনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা দ্রুত তাকে হুগলির আগামবাগ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।ঘটনার খবর পেয়ে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কোতুলপুর থানার গোপীনাথপুর অঞ্চলের সাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা মুজিবুর রহমান ভুঁইয়া ও হাসিফুল রহমান ভুঁইয়া। তারা সম্পর্কে খুড়তুতো ভাই। রবিবার পুকুর থেকে মাটি কাটাকে কেন্দ্র করে দুই খুড়তুতো ভাইয়ের মধ্যে তীব্র বিবাদ শুরু হয়। অভিযোগ, বাদানুবাদের সময় মুজিবুর পেট্রোল নিয়ে এসে হাসিফুলের গায়ে আগুন ধরিয়ে দেয়। প্রাণে বাঁচতে পুকুরের পাঁকে ঝাঁপ দেন হাসিফুল।ঘটনাস্থলে ছুটে আসে কোতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চলছে।

–


–


–

–

–

–
–

–

–