Friday, January 9, 2026

জমি বিবাদে ভাইয়ের গায়ে আগুন দাদার! বাঁচতে পুকুরে ঝাঁপ

Date:

Share post:

পুকুর সংস্কারকে কেন্দ্র করে পারিবারিক বিবাদে ভাইয়ের গায়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে। এরপরই অভিযুক্তের বাড়ি ও দোকানঘরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

জানা গিয়েছে, পুকুর থেকে মোরাম কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র ঝামেলা শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এক ভাই আরেকজনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা দ্রুত তাকে হুগলির আগামবাগ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।ঘটনার খবর পেয়ে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কোতুলপুর থানার গোপীনাথপুর অঞ্চলের সাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা মুজিবুর রহমান ভুঁইয়া ও হাসিফুল রহমান ভুঁইয়া। তারা সম্পর্কে খুড়তুতো ভাই। রবিবার পুকুর থেকে মাটি কাটাকে কেন্দ্র করে দুই খুড়তুতো ভাইয়ের মধ্যে তীব্র বিবাদ শুরু হয়। অভিযোগ, বাদানুবাদের সময় মুজিবুর পেট্রোল নিয়ে এসে হাসিফুলের গায়ে আগুন ধরিয়ে দেয়। প্রাণে বাঁচতে পুকুরের পাঁকে ঝাঁপ দেন হাসিফুল।ঘটনাস্থলে ছুটে আসে কোতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চলছে।

 

 

spot_img

Related articles

অভিষেকের সভামঞ্চে অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত

কথা রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banarjee)। সভামঞ্চে চোখের জল নিয়ে অভিযোগ জানানো মাত্রই...

মোদির ‘জেদে’ ভেস্তে গিয়েছে বাণিজ্যচুক্তি! শুল্কের বোঝা চাপিয়ে অজুহাত আমেরিকার

ভারত-আমেরিকা (India-US Trade Deal) দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি তার কারণ নাকি মোদির 'জেদ'! যার জেরে...

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উতপ্ত নন্দীগ্রাম! দিলীপ-শুভেন্দু অনুগামীদের মধ্যে হাতাহাতিতে আহত ২

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উতপ্ত নন্দীগ্রাম (Nandigram)। কম্বল বিতরণকে কেন্দ্র করে বিজেপির (BJP) আদি ও নব্যর লড়াইয়ে আহত দুই। দিলীপ...

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...