Friday, November 14, 2025

কোটি কোটি টাকা প্রতারণা করে বেলজিয়ামে হলিডে মুডে সস্ত্রীক চোকসি!

Date:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বেলজিয়ামে স্ত্রীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন মেহুল চোকসি (Mehul Choksi)। ২০১৮ সালে দেশ ছাড়ার পর তদন্তকারী সংস্থাগুলি সরাসরি কোনও পদক্ষেপ করতে পারেনি। সিবিআই ও ইডি (CBI & ED) দুজনেই খুঁজে চলেছে ‘প্রতারক’কে। এবার ‘অ্যাসোসিয়েটেড টাইমস’ নামের এক এক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে এই মুহূর্তে বেলজিয়ামের অ্যানটোয়ার্পে (Antwerp,Belgium)রয়েছেন মেহুল ও প্রীতি চোকসি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে দিল্লি ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর মিলেছে।

মোদি রাজ্যের (Gujrat)এই হিরে ব্যবসায়ী কোটি কোটি টাকা তছরুপ করে বছর সাতেক আগে দেশ থেকে পালিয়ে যান। প্রাথমিকভাবে তাঁর অবস্থান জানতে না পারা গেলেও পরে খবর মেলে যে ‘প্রতারক’ মেহুল আস্তানা গেড়েছেন দক্ষিণ আমেরিকার দ্বীপপুঞ্জে। তাঁর অ্যান্টিগা ও বারবুডায় থাকার কথাও জানা যায়। এরপর তাঁকে ওয়ান্টেড তালিকা থেকে সরিয়ে দেয় ইন্টারপোল। এই সময় মেহুলকে ভারতে ফেরানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করে নয়াদিল্লি। তবে ২০২৩ সালে অ্যান্টিগার আদালত নির্দেশ দেয়, তাঁকে সে দেশ থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না। ফলে ভারতের প্রত্যর্পণের প্রচেষ্টা ব্যাহত হয়। ওই বছরেরই ১৫ নভেম্বর থেকে মেহুল ‘এফ রেসিডেন্সি কার্ড’ (এই কার্ডের মাধ্যমে অন্য দেশের নাগরিকরা স্ত্রী বা স্বামীর সঙ্গে নির্দিষ্ট শর্তসাপেক্ষে বেলজিয়ামে থাকতে পারেন) ব্যবহার করে বেলজিয়ামে বসবাস শুরু করেন বলে জানা যায়। ভারতে প্রত্যর্পণ এড়াতে তিনি শারীরিক অসুস্থতা ও মানবিক দিক তুলে ধরছেন। এমনকি ভুয়ো নথিপত্র তৈরি করে চিকিৎসার কারণে সুইৎজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি এমনটাই অভিযোগ। তবে নয়াদিল্লি মেহুলকে ফেরাতে ইতিমধ্যেই বেলজিয়াম প্রশাসনের সঙ্গে কথা বলতে শুরু করেছে বলে জানা যাচ্ছে।

 

Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...
Exit mobile version