Tuesday, August 26, 2025

দিল্লিতে জিততে কেন্দ্রীয় মন্ত্রীর ঠিকানার অপব্যবহার! বিজেপির চক্রান্ত সফল হবে না বাংলায়: অভিষেক

Date:

ভুয়ো ভোটার দিয়ে বাংলা দখলের ষড়যন্ত্র সফল হবে না বিজেপির। ভূতুড়ে এপিক কার্ড রুখতে শেষ দেখে ছাড়বে তৃণমূল। সোমবার দিল্লিতে (Delhi) সাফ জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এদিন বাংলার সাংবাদিকদের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় তৃণমূল সাংসদ অভিযোগ করেন, দিল্লি ভোটে জেতার জন্য কেন্দ্রীয় মন্ত্রী কমলেশ পাসওয়ানের বাড়ির ঠিকানায় ২৭ জন ভোটারের নাম যোগ করা হয়েছিল। সেই চক্রান্ত বাংলায় সফল হবে না।

অভিষেক বলেন, বিজেপির (BJP) ষড়যন্ত্র হল বাংলায় ৩০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া। পাশাপাশি, ২০ লক্ষ ভোটার যোগ করা হবে। এর আগে দিল্লি, মহারাষ্ট্র এবং হরিয়ানাতেও একই ছক কষা হয়েছিল। দিল্লি ভোটে জেতার জন্য কেন্দ্রীয় মন্ত্রী কমলেশ পাসওয়ানের বাড়ির ঠিকানায় ২৭ জন ভোটারের নাম যোগ করা হয়েছে রলে অভিযোগ অভিষেকের। অরবিন্দ কেজরিওয়াল অনেক দেরিতে এই জালয়াতি টের পেয়েছেন বলে কিছুই করতে পারেননি। এর পরেই অভিষেক বলেন, বাংলায় বিজেপির এই চক্রান্ত সফল করতে দেব না। আমরা সতর্ক আছি। বাংলার মানুষ প্রতিবাদী। তাঁরা কোনও ভাবেই অন্যায় মেনে নেবেন না।

তৃণমূলের (TMC) তরফে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনে দরবার করে মুখ্য নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়ে দাবি জানানো হয়েছে, সারা দেশে কত ডুপ্লিকেট এপিক কার্ড আছে, তার সংখ্যা জানানো হোক। এই প্রসঙ্গেই অভিষেক বলেন, কমিশন আমাদের ডাকলে আমরা বলব যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে এবং যাঁদের নাম যোগ করা হয়েছে ভোটার তালিকায়- সেই তালিকা জনসমক্ষে প্রকাশ করা হোক। এতেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। আধার কার্ড যেখানে জাল হচ্ছে, সেখানে আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণ করে লাভ কিছু হবে না-মত অভিষেকের।

আরও পড়ুন- পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান মেডিক্যাল কলেজ, স্বীকৃতি আইসিএমআর-এর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...

বিহার-ভোটেও ‘খেলা হবে’: বাংলার স্লোগান এখন ভারতজুড়ে

শেষ বিধানসভা ভোটে তৃণমূলের মূল স্লোগান ছিল 'খেলা হবে' (Khela hobe)। প্রতিটি নির্বাচনী জনসভায় তৃণমূল নেতাদের এই স্লোগান...
Exit mobile version