Friday, November 7, 2025

লন্ডনে ভারতীয় হাই কমিশনে বদলে যাওয়া বাংলার উন্নয়নের ছবি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

Date:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

নারী ক্ষমতায়ন থেকে ক্ষুদ্র শিল্প- দেশের মধ্যে সেরা বাংলা। সোমবার লন্ডনে ভারতীয় হাই কমিশনে বদলে যাওয়া পশ্চিমবঙ্গের উন্নয়নের ছবি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন কর্মসংস্থানের সেরা গন্তব্য এখন বাংলা। তথ্যপ্রযুক্তিতেও এগিয়ে রাজ্য। একই সঙ্গে দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের ভাবনাও জানান তিনি।

এদিন সকালে বাকিংহাম প্যালেস সংলগ্ন হাইড পার্কে হেঁটে বিকেলে মুখ্যমন্ত্রী পৌঁছন লন্ডনে ভারতীর হাই কমিশনে। তাঁকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। হাই কমিশনের ভিতর ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। এর পর সেখানে সৌজন্য বৈঠকে যোগ দেন তিনি। ছিলেন মুখ্য সচিব মনোজ প্রান্ত থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সঙ্গে যাওয়া আধিকারিক, শিল্পপতি ও সাংবাদিকরা। বৈঠকে বাংলার গর্বের ইতিহাসও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ব্রিটেনের সঙ্গে বাংলার নীবিড় সম্পর্কে কথা তুলে ধরেন তিনি।

এদিন বদলে যাওয়া বাংলার ছবি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান নারী ক্ষমতায়নে বাংলা দেশে সেরা। ক্ষুদ্র ও ছোট শিল্পে বাংলা দেশে এক নম্বর। তথ্যপ্রযুক্তিতে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। নিউ টাউনে তৈরি হচ্ছে আইটি হাব।

ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের ভাবনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, এক এক রাজ্যের এক এক রকমের পরিচয় কিন্তু সবাই এক সূত্রে বাঁধা। মমতার কথায় এই দিন উঠে আসে সিস্টার নিবেদিতা থেকে মাদার টেরেসার কাজ। তিনি জানান সিস্টার নিবেদিতার বাড়ি তার আমলে এই সংস্কার করে দিয়েছে রাজ্য সরকার মাদার টেরেজার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্কের কথা এদিন উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন- কড়া পদক্ষেপ! শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং – আত্মহত্যা রুখতে টাস্ক ফোর্স গড়ল সুপ্রিম কোর্ট

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version