শিণ্ডে বিশ্বাসঘাতক! কমেডিয়ানের বক্তব্যে ‘সৈনিকদে’র ভাঙচুর মুম্বইয়ের হোটেলে

শিণ্ডে (Eknath Shinde) শিবিরের নেতাদের দাবি, যা ঘটেছে সেরকম ঘটনা আরো ঘটবে। এটা শুধুমাত্র ‘ট্রেলার’ (trailer) ছিল

শিবসেনা ভেঙে অনুগামীদের নিয়ে নতুন দল গঠন। এরপর ২০২২ সাল থেকে বিজেপির সঙ্গে জোট। অবশেষে উপমুখ্যমন্ত্রীর পদ। রাজনীতির রং বদলে ফেলা উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে (Eknath Shinde) ‘বিশ্বাসঘাতক’ বলে দাবি করেছেন কৌতুকশিল্পী কুণাল কামরা (Kunal Kamra)। তার জেরে ‘সৈনিকরা’ মুম্বাইয়ের (Mumbai) একটি হোটেলে ভাঙচুর চালায়। এই ঘটনায় শিবসেনা (শিণ্ডে শিবির) নেতাদের কথায়, এরকম বলা হলে হামলা আবারও হবে। এটা শুধু ‘ট্রেলার’ (trailer)। পাল্টা আদিত্য ঠাকরের দাবি, সত্যি কথা বলায় ভয় পেয়ে অরাজকতা ‘সৈনিকদের’।

মুম্বাইয়ের দ্য ইউনিকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানে কৌতুক শিল্পী কুণাল কামরা দাবি করেন একনাথ শিণ্ডে (Eknath Shinde) বিশ্বাসঘাতক। এই কথা তিনি প্যারোডির আকারে একটি বলিউডি গানের মধ্যে দিয়ে বলেন। এরপরই সশস্ত্র অবস্থায় শিণ্ডে শিবিরের কর্মীরা রবিবার রাতে ভাঙচুর চালায় ওই হোটেলে। ভাইরাল সেই হামলার ভিডিও।

রাতে শিবসেনার কর্মীরা ভাঙচুর চালিয়ে চলে যাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হোটেলটিকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়। এই ঘটনার পর শিণ্ডে (Eknath Shinde) শিবিরের নেতাদের দাবি, যা ঘটেছে সেরকম ঘটনা আরো ঘটবে। এটা শুধুমাত্র ‘ট্রেলার’ (trailer) ছিল।

আদতে শিণ্ডে গোষ্ঠীর কর্মীরা ভয় পেয়ে যে এমন কাণ্ড ঘটিয়েছে, দাবি করেন শিবসেনা (উদ্ধব শিবির) নেতা আদিত্য ঠাকরে। সোশ্যাল মিডিয়া আদিত্য দাবি করেন, সত্যি কথা বলেছিলেন কমেডিয়ান কুণাল কামরা (Kunal Kamra)। তা সহ্য করতে না পেরে এভাবে অরাজকতা চালাতে বাধ্য হয়েছে তার কর্মীরা।