Wednesday, November 5, 2025

শিণ্ডে বিশ্বাসঘাতক! কমেডিয়ানের বক্তব্যে ‘সৈনিকদে’র ভাঙচুর মুম্বইয়ের হোটেলে

Date:

শিবসেনা ভেঙে অনুগামীদের নিয়ে নতুন দল গঠন। এরপর ২০২২ সাল থেকে বিজেপির সঙ্গে জোট। অবশেষে উপমুখ্যমন্ত্রীর পদ। রাজনীতির রং বদলে ফেলা উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে (Eknath Shinde) ‘বিশ্বাসঘাতক’ বলে দাবি করেছেন কৌতুকশিল্পী কুণাল কামরা (Kunal Kamra)। তার জেরে ‘সৈনিকরা’ মুম্বাইয়ের (Mumbai) একটি হোটেলে ভাঙচুর চালায়। এই ঘটনায় শিবসেনা (শিণ্ডে শিবির) নেতাদের কথায়, এরকম বলা হলে হামলা আবারও হবে। এটা শুধু ‘ট্রেলার’ (trailer)। পাল্টা আদিত্য ঠাকরের দাবি, সত্যি কথা বলায় ভয় পেয়ে অরাজকতা ‘সৈনিকদের’।

মুম্বাইয়ের দ্য ইউনিকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানে কৌতুক শিল্পী কুণাল কামরা দাবি করেন একনাথ শিণ্ডে (Eknath Shinde) বিশ্বাসঘাতক। এই কথা তিনি প্যারোডির আকারে একটি বলিউডি গানের মধ্যে দিয়ে বলেন। এরপরই সশস্ত্র অবস্থায় শিণ্ডে শিবিরের কর্মীরা রবিবার রাতে ভাঙচুর চালায় ওই হোটেলে। ভাইরাল সেই হামলার ভিডিও।

রাতে শিবসেনার কর্মীরা ভাঙচুর চালিয়ে চলে যাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হোটেলটিকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়। এই ঘটনার পর শিণ্ডে (Eknath Shinde) শিবিরের নেতাদের দাবি, যা ঘটেছে সেরকম ঘটনা আরো ঘটবে। এটা শুধুমাত্র ‘ট্রেলার’ (trailer) ছিল।

আদতে শিণ্ডে গোষ্ঠীর কর্মীরা ভয় পেয়ে যে এমন কাণ্ড ঘটিয়েছে, দাবি করেন শিবসেনা (উদ্ধব শিবির) নেতা আদিত্য ঠাকরে। সোশ্যাল মিডিয়া আদিত্য দাবি করেন, সত্যি কথা বলেছিলেন কমেডিয়ান কুণাল কামরা (Kunal Kamra)। তা সহ্য করতে না পেরে এভাবে অরাজকতা চালাতে বাধ্য হয়েছে তার কর্মীরা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version