Friday, November 14, 2025

দেশে মূল্যবৃদ্ধির দাপট! সাংসদদের বেতন – ভাতা বৃদ্ধির ঘোষণা ‘উদাসীন’ কেন্দ্রের

Date:

মুদ্রাস্ফীতির দাপটে দিন দিন জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠছে সাধারণ মানুষের জন্য। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে ক্রমশ তীব্র হচ্ছে মানুষের কষ্ট। বিশেষ করে রুজিরোজগারের সঙ্কটে পড়া মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা। এ পরিস্থিতিতে নিন্দুকেরা বারবার অভিযোগ করছেন যে, সরকার সাধারণ মানুষের দুর্দশা লাঘব করার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।

তবে, সরকারের তরফে এক বিবৃতি প্রকাশিত হয়েছে, যাতে বলা হয়েছে যে সাংসদদের ‘দুর্দশা’ নিয়েও সরকার চিন্তিত। এক্ষেত্রে মোদি সরকার একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি ঘোষণা অনুযায়ী, সাংসদদের বেতন একলাফে ২৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে সাংসদদের দৈনিক ভাতা এবং প্রাক্তন সাংসদদের পেনশনও প্রায় সমানুপাতিক হারে বাড়ানো হয়েছে।

সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সাংসদদের বেতন ২৪ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই বর্ধিত বেতন অনুযায়ী, সাংসদরা এখন মাসে ১ লক্ষ ২৪ হাজার টাকা বেতন পাবেন, যা আগে ছিল এক লক্ষ টাকা। এর পাশাপাশি, সাংসদদের দৈনিক ভাতা ২০০০ টাকা থেকে বৃদ্ধি করে ২৫০০ টাকা করা হয়েছে।

এছাড়া, প্রাক্তন সাংসদদের জন্য পেনশনও বৃদ্ধি করা হয়েছে। আগে তারা মাসে ২৫ হাজার টাকা পেতেন, এখন থেকে তাদের পেনশন ৩১ হাজার টাকা করে হবে। পাঁচ বছরের বেশি সাংসদ থাকার পর, প্রতি বছরের জন্য তাদের পেনশন ২০০০ টাকা বাড়ানোর পরিবর্তে, এবার তা ২৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন – কার্শিয়াং এর বামনপোখরি জঙ্গলে ফের আগুন, নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version