Saturday, August 23, 2025
কুণাল ঘোষ, সফরসঙ্গী

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কর্মসূচি। ২৭ মার্চ বৃহস্পতিবার ঐতিহাসিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ‘বাংলার নারীর ক্ষমতায়ন ও সাফল্য’ নিয়ে বক্তৃতা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। আর সেখানে উপস্থিত থাকাবেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি তথা ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)।

লন্ডনে (London) চারদিন টানা ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। সোমবার, লন্ডনের স্থানীয় সময় বিকেলেই ভারতীয় হাই কমিশনের (Indian High Commission) অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। তাঁর নজর বাংলার উন্নয়ন, যার জন্য রবিবার লন্ডন পৌঁছানোর পর থেকেই প্রস্তুতি সেরেছেন বাংলার প্রশাসনিক প্রধান।

২৫ মার্চ রয়েছে ব্রিটিশ বণিকসভার সঙ্গে শিল্পপতিদের নিয়ে লগ্নি বৈঠক। ২৬ তারিখ সরকারি স্তরে বাণিজ্য বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। আর ২৭ মার্চ বৃহস্পতিবার ঐতিহাসিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ‘বাংলার নারীর ক্ষমতায়ন ও সাফল্য’ নিয়ে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী। আর সেখানে উপস্থিত থাকবেন মহারাজ।

বরাবরই সৌরভের (Sourav Ganguli) সঙ্গে সুসম্পর্ক মমতার। বিসিসিআই থেকে সৌরভকে সরিয়ে দেওযা নিয়ে সরব হয়েছিলেন তিনি। বিজিবিএস-এর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার শিল্প পরিস্থিতির ভূয়সী প্রশংসা করেন সৌরভ। মুখ্যমন্ত্রী স্পেন সফরেও সস্ত্রীক উপস্থিত ছিলেন বাংলার দাদা। বিদেশের মাটিতেও বাংলার বর্তমান শিল্পোন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি। লগ্নির আহ্বান জানান।

লন্ডনের সঙ্গে সৌরভের এখন নিত্য যোগাযোগ। তাঁর কন্যা সানা সেখানেই চাকরি করেন। এই পরিস্থিতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় উপস্থিত থাকবেন সৌরভ।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version