Thursday, August 21, 2025

বিচার ব্যবস্থার কী করুণ অবস্থা! বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারে কটাক্ষ অভিষেকের

Date:

দিল্লি হাই কোর্টের বিচারপতির বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার। তার পরেও নামেনি শাস্তির খাঁড়া! এই নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, লোকসভা থেকে বেরিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ বলেন, মানুষের এটা দেখা উচিত। ন্যায়বিচার যাঁরা করবেন, তাঁদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

দোলের দিন আগুন লাগার ঘটনায় প্রকাশ্যে আসে দিল্লি হাই কোর্টের (Delhi High Court) বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে ব্যাপক নগদ টাকা মজুদ থাকার ঘটনা। রবিবারে দিল্লিতে যায় সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি গঠিত ৩ সদস্যের তদন্তকারী দল। এরপর স্থানীয় বাসিন্দারা রবিবার বিচারপতির বাড়ির বাইরের বাগান থেকে ছেঁড়া নোটের অংশ উদ্ধার করেন। সেগুলিও তদন্ত কমিটিকে জানানো হয়। এরপরেও গোটা বিষয়টাকে চক্রান্ত বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা দিল্লি হাইকোর্টের বিচারপতির। তবে এই ইস্যুতে কোনওভাবেই পিছিয়ে আসতে নারাজ বিরোধীদলগুলি। সোমবার রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব আনলেন মল্লিকার্জুন খাড়গে। যার জেরে বৈঠক ডাকেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়।
আরও খবরযোগীর ‘বুলডোজার নীতি’ এবার মহারাষ্ট্র, গুঁড়িয়ে গেল নাগপুর হিংসায় অভিযুক্তের বাড়ি

এদিন সংসদ থেকে বেরতেই এই বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন অভিষেককে (Abhishek Banerjee)। উত্তরে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, মানুষ দেখুক, যাঁদের হাতে বিচার ব্যবস্থার রাশ রয়েছে, তাঁদের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হচ্ছে। এটাই প্রমাণ করে, বিচার ব্যবস্থার কী করুণ অবস্থা!

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version