Saturday, August 23, 2025

শোকে স্তব্ধ স্বামী, স্ত্রীকে মৃত ঘোষণা করে শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন!

Date:

১৯ বছরের দাম্পত্য জীবন এক লহমায় ভেঙে চুরমার। স্ত্রীর প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পর স্বামী অচিন্ত্য রায় স্ত্রীর কুশপুতুল বানিয়ে তার জন্য শ্রাদ্ধানুষ্ঠান করলেন। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে, যেখানে এক অস্বাভাবিক ঘটনা ঘটল।

বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি অচিন্ত্য রায়ের দাম্পত্য জীবন দীর্ঘ ১৯ বছর ধরে সুখের ছিল না। তবে, এক সময় স্ত্রীর সাথে সন্তান না হওয়া নিয়ে দুঃখ ছিল। কিন্তু হঠাৎ করে স্ত্রীর প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পর তার জীবনে এক অভাবনীয় পরিস্থতি সৃষ্টি হয়।

স্ত্রী শুধু পালিয়ে যায়নি, বরং সোশ্যাল মিডিয়াতে নিজের প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে তা দেখানোর চেষ্টা করে এবং ফেসবুকে ট্যাগ করে। এমনকি হোয়াটসঅ্যাপে সেই রিলসটি স্বামীকে পাঠিয়েও দেয়। এর ফলে অচিন্ত্য রায়ের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়।

স্বামী জানান, স্ত্রীর এই আচরণের কারণে তার পরিবারের সম্মান মাটিতে মিশে গেছে। তাই তিনি সিদ্ধান্ত নেন যে স্ত্রীর মৃতদেহের শ্রাদ্ধানুষ্ঠান করতে হবে। রীতি মেনে গোটা গ্রামের উপস্থিতিতে শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্মশানে স্ত্রীর কুশপুতুল নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে শ্মশানে নিয়ে যান। সেখানে মুখাগ্নি সহ সব ধর্মীয় কাজ মেনে দেহ দাহ করা হয়।

এদিন অচিন্ত্য রায় ও তার পরিবারের সদস্যরা বিধিবদ্ধ নিয়ম মেনে মস্তক মুন্ডন, শ্রাদ্ধশান্তি সহ গ্রামবাসীদের খাওয়ানোর আয়োজন করেন। এ ঘটনায় গোটা গ্রাম তীব্র চমকিত এবং হতভম্ব।

এ বিষয়ে অচিন্ত্য রায় জানান, “পরিবারে কোনও অশান্তি ছিল না, তবে সন্তান না হওয়া একটি দুঃখ ছিল। তবুও স্ত্রীর এই ধরনের আচরণে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।”

আরও পড়ুন – দেশে কৃষকের তুলনায় পড়ুয়াদের আত্মহত্যার সংখ্যা বাড়ায় টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version