Sunday, August 24, 2025

শোকে স্তব্ধ স্বামী, স্ত্রীকে মৃত ঘোষণা করে শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন!

Date:

১৯ বছরের দাম্পত্য জীবন এক লহমায় ভেঙে চুরমার। স্ত্রীর প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পর স্বামী অচিন্ত্য রায় স্ত্রীর কুশপুতুল বানিয়ে তার জন্য শ্রাদ্ধানুষ্ঠান করলেন। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে, যেখানে এক অস্বাভাবিক ঘটনা ঘটল।

বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি অচিন্ত্য রায়ের দাম্পত্য জীবন দীর্ঘ ১৯ বছর ধরে সুখের ছিল না। তবে, এক সময় স্ত্রীর সাথে সন্তান না হওয়া নিয়ে দুঃখ ছিল। কিন্তু হঠাৎ করে স্ত্রীর প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পর তার জীবনে এক অভাবনীয় পরিস্থতি সৃষ্টি হয়।

স্ত্রী শুধু পালিয়ে যায়নি, বরং সোশ্যাল মিডিয়াতে নিজের প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে তা দেখানোর চেষ্টা করে এবং ফেসবুকে ট্যাগ করে। এমনকি হোয়াটসঅ্যাপে সেই রিলসটি স্বামীকে পাঠিয়েও দেয়। এর ফলে অচিন্ত্য রায়ের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়।

স্বামী জানান, স্ত্রীর এই আচরণের কারণে তার পরিবারের সম্মান মাটিতে মিশে গেছে। তাই তিনি সিদ্ধান্ত নেন যে স্ত্রীর মৃতদেহের শ্রাদ্ধানুষ্ঠান করতে হবে। রীতি মেনে গোটা গ্রামের উপস্থিতিতে শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্মশানে স্ত্রীর কুশপুতুল নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে শ্মশানে নিয়ে যান। সেখানে মুখাগ্নি সহ সব ধর্মীয় কাজ মেনে দেহ দাহ করা হয়।

এদিন অচিন্ত্য রায় ও তার পরিবারের সদস্যরা বিধিবদ্ধ নিয়ম মেনে মস্তক মুন্ডন, শ্রাদ্ধশান্তি সহ গ্রামবাসীদের খাওয়ানোর আয়োজন করেন। এ ঘটনায় গোটা গ্রাম তীব্র চমকিত এবং হতভম্ব।

এ বিষয়ে অচিন্ত্য রায় জানান, “পরিবারে কোনও অশান্তি ছিল না, তবে সন্তান না হওয়া একটি দুঃখ ছিল। তবুও স্ত্রীর এই ধরনের আচরণে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।”

আরও পড়ুন – দেশে কৃষকের তুলনায় পড়ুয়াদের আত্মহত্যার সংখ্যা বাড়ায় টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version