Sunday, November 9, 2025

ঈদের আগে অভিষেকের শুভেচ্ছাবার্তা পেয়ে অভিভূত পুরুলিয়া সংখ্যালঘু সেল

Date:

কর্মসূচি আগে থেকেই ঠিক করা ছিল। সেই কর্মসূচির সাফল্য কামনা করে তৃণমূল কংগ্ৰেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা পৌঁছে গেল পুরুলিয়ায়। মঙ্গলবার তৃণমূল সংখ্যালঘু সেলের পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে রঘুনাথপুর কমিউনিটি হলে অনুষ্ঠিত হল ইফতার সামগ্ৰী ও ঈদের উপহার দান কর্মসূচি। সেই অনুষ্ঠান চলাকালীন সেখানে অভিষেকের শুভেচ্ছাবার্তা পৌঁছায়।আর তাতেই পুরো অনুষ্ঠান নতুন মাত্রা পেল।অভিষেকের পাশাপাশি সংগঠনের এমন আয়োজনে অভিভূত সংগঠনের রাজ্য সভাপতি, বিধায়ক মুসারফ হোসেনও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম হোসেন আনসারী প্রকাশ্যেই কৃতঞ্জতা প্রকাশ করেন অভিষেকের প্রতি। তিনি বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রত্যন্ত এই জেলার কথা যেভাবে মনে রেখেছেন, তাতেই বোঝা যায় তিনি সত্যিই বাংলার নয়নের মণি।

এদিন  সংখ্যালঘু দুঃস্থ পরিবারগুলির প্রত্যেকের হাতে ঈদের উপহার তুলে দেওয়া হয়।প্রায় ৫০০ জনের হাতে  উপহার তুলে দেওয়া হয়। এছাড়া সংগঠনের ব্লক সভাপতিদের মাধ্যমে প্রতিটি ব্লকে উপহার পাঠানো হয়। একহাজারের বেশি পরিবারকে এই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি নিবেদিতা মাহাত, জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার, দলের জেলা সাধারণ সম্পাদক হাজারি বাউরী, জেলা পরিষদ সদস্যা নুরুন নাহার, জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো, রঘুনাথপুর পুরসভার দুই কাউন্সিলর প্রণব দেওঘরিয়া ও মৃত্যুঞ্জয় পরামানিক-সহ অনেকে।

সভাধিপতি নিবেদিতা মাহাত বলেন, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। তার নীতিতে ধর্মের বিভাজন নয়, উৎসবে সকলের অংশগ্ৰহণ উৎসবকে সুন্দর করে। সেজন্য বাংলায় উৎসব হয় আনন্দমুখর। এই উৎসবে দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য তিনি অভিনন্দন জানান জেলা সংখ্যালঘু সেলকে।

সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা বাংলায় সংখ্যালঘু, সংখ্যাগুরু ভাবি না। আমরা সকলেই বাংলার। তাই উৎসবের দিনে সকলে যাতে আনন্দে থাকতে পারেন সেটুকু চেষ্টা করি। এই আয়োজনের জন্য অভিষেক বন্দোপাধ্যায় শুভেচ্ছাবার্তা পাঠানোয় তার প্রতি আমরা কৃতজ্ঞ। ঈদের আগে আমরা তার কাছ থেকে ঐক্যের বার্তাই পেলাম। অভিষেকের শুভেচ্ছাবার্তাও পড়ে শোনান তিনি।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version