Wednesday, December 17, 2025

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য-রেজিস্ট্রারের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ

Date:

মঙ্গলবারও সকাল থেকে উত্তাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বি টি রোড ক্যাম্পাস। যার জেরে এদিনও রবীন্দ্রভারতীতে এলেন না অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় এবং অন্তর্বর্তী রেজিস্ট্রার আশিস সামন্ত। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে তার পদ ছাড়তে হবে। অপসারিত করতে হবে অস্থায়ী রেজিস্ট্রারকেও।সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রাজ্য কমিটি, ওয়েবকুপা, তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে সম্মিলিতভাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভ চলছে। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের অভিযোগ, অবৈধভাবে ইসি মিটিং করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। রাজ্য সরকারের অনুমতি ছাড়া ইসি মিটিং করছেন তারা।

পড়ুয়াদের দাবি, বিভিন্ন ভাবে বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে শৃঙ্খলা নষ্ট করছেন তিনি। এর পরেই স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। উপাচার্যের ঘরে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন। পোস্টার, প্ল্যাকার্ড হাতে উপাচার্যের ঘরের সামনেই বসে পড়েছেন পড়ুয়াদের একাংশ। তাদের  অভিযোগ, অন্তর্বর্তীকালীন উপাচার্য বিশ্ববিদ্যালয় এলে তাকে ঢুকতে দেবেন না আন্দোলনকারীরা। শুধু তাই নয় যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ চলবে তাদের এই আন্দোলন, এমনই জানিয়েছেন তারা।

তাদের বক্তব্য, বর্তমানে যিনি অস্থায়ীভাবে উপাচার্যের ‘গদি আঁকড়ে’ বসে রয়েছেন, তিনি কোনও নিয়ম নীতি মানছেন না। তার এত দিন ওই পদে বসে থাকার কথাই নয়। তাই তাকে সরিয়ে, নিময় মেনে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। একইসঙ্গে, অস্থায়ী উপাচার্যের ‘আস্থাভাজন’ অন্তর্বর্তী রেজিস্ট্রারকে নিয়েও ক্ষোভ উগড়ে দেন বিক্ষোভকারীরা।

পড়ুয়াদের অভিযোগ, উপাচার্য হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যে মানদণ্ড বেঁধে দিয়েছে, অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় তা পূরণ করতে পারেননি। তিনি প্রাক্তন বিচারপতি। অন্তর্বর্তীকালীন মেয়াদে ছ’মাসের বেশি তার পদে থাকার কথা নয়। কিন্তু ২০২৩ সালে রাজ্যপাল তাকে উপাচার্য পদে নিযুক্ত করার পর থেকেই তিনি পদ আঁকড়ে রয়েছেন।

পড়ুয়ারা দাবি করেছেন, রাজ্য শিক্ষা দফতরের নিষেধ অগ্রাহ্য করে অস্থায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ে এগজিকিউটিভ কাউন্সিল (ইসি)-এর বৈঠক ডাকছেন। এটা তিনি করতে পারেন না। তার এই তুঘলকি আচরণের প্রতিবাদেই আমাদের এই বিক্ষোভ।

 

Related articles

দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে: দলীয় সাংসদের বৈঠকে কড়া নির্দেশ লোকসভার দলনেতা অভিষেকের

দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে সবাইকে। বুধবার, দিল্লিতে দলীয় সাংসদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

টাকা দিয়েও মিলবে না খাবার! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে মধ্যরাতে বিক্ষোভে ছাত্রীরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক জালিয়াতির অভিযোগ এবার ক্যান্টিনের খাবারে। টাকা নিয়েও ক্যান্টিনে (canteen) খাবার না দেওয়ার নিদান...

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...
Exit mobile version